২০২১ সালের নভেম্বরে প্রযুক্তি দুনিয়ায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। মাইক্রোসফটের সহযোগিতায় ওপেনএআই যখন নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটি, তখন থেকেই তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের দৈনন্দিন জীবনে এটি যেন আশীর্বাদ হয়ে এসেছে। জটিল প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে কবিতা লেখা, রান্নার রেসিপি, গণিত সমাধান কিংবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট—সবকিছুতেই সাহায্য করতে পারে এই প্রযুক্তি।
আরও শক্তিশালী ও বুদ্ধিমান
সম্প্রতি ওপেনএআই ঘোষণা দিয়েছে তাদের নতুন সংস্করণ জিপিটি-৫ নিয়ে। প্রতিষ্ঠানটির দাবি, এটি আগের সব মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী, নিরাপদ এবং বুদ্ধিমান। এমনকি গবেষকদের মতে, নতুন মডেলের দক্ষতা পিএইচডি পর্যায়ের সমান। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান একে চ্যাটজিপিটির নতুন যুগের সূচনা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, জিপিটি-৫ আগের তুলনায় অনেক বেশি দ্রুত, কার্যকর ও বুদ্ধিদীপ্ত।
ভুয়া তথ্য শনাক্তে অগ্রগতি
বিশেষজ্ঞরা মনে করছেন, জিপিটি-৫-এর সবচেয়ে বড় সাফল্য হলো ভুয়া তথ্য শনাক্ত করার ক্ষমতা। ব্যবহারকারীর সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করার দক্ষতাও বেড়েছে অনেক। নতুন মডেলটি তিনটি সংস্করণে ব্যবহার করা যাবে—
জিপিটি-৫
জিপিটি-৫ মিনি
জিপিটি-৫ ন্যানো
এর মধ্যে জিপিটি-৫ ও মিনি সংস্করণ ব্যবহার করা যাবে বিনা খরচে। তবে জিপিটি-৫ প্রো ব্যবহার করতে হলে মাসে ২০০ ডলার গুনতে হবে।
এছাড়া নতুন মডেলটি ওপেনএআইয়ের সব সেবায় যুক্ত করা হয়েছে। ফলে যুক্তি বিশ্লেষণ, ছবি তৈরি, ওয়েব ব্রাউজিং বা ভয়েস মোড—সবক্ষেত্রেই এটি কাজ করবে।
কোডিং ও লেখায় পিএইচডি-স্তরের দক্ষতা
কোডিংয়ের ক্ষেত্রে জিপিটি-৫ আগের সব সংস্করণকে ছাড়িয়ে গেছে। যুক্তি বিশ্লেষণ, ত্রুটি সমাধান কিংবা লেখালেখিতেও এটি উন্নত পারফরম্যান্স দেখিয়েছে। শুধু তাই নয়, টেক্সট প্রম্পট দিয়েই এক মিনিটের মধ্যে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ তৈরি করতে সক্ষম এই মডেল।
কমেছে ত্রুটির হার
চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েছিল। অনেকে মনে করতেন, চ্যাটজিপিটি-৪-ই বেশি কার্যকর। তবে ওপেনএআই জানিয়েছে, নতুন সংস্করণে এই সমস্যা অনেকটাই কমানো হয়েছে। জিপিটি-৫-এর ত্রুটির হার জিপিটি-৩ এর তুলনায় ৬৫% কম, আর জিপিটি-৪ এর তুলনায় প্রায় ২৬% কম। বাইরের বিশেষজ্ঞদের সাথে পাঁচ হাজার ঘণ্টার বেশি পরীক্ষা চালিয়ে এর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা
তবে অনলাইনে কিছু ব্যবহারকারী অভিযোগ তুলেছেন। কারো মতে, জিপিটি-৫ খুব একটা গভীরভাবে আলাপ করে না, ছোট ছোট উত্তরেই সীমাবদ্ধ থাকে। অনেক সময় সাধারণ প্রশ্নেরও সরাসরি উত্তর দিতে দেরি করে। আবার অনেকে বলছেন, যদিও এটি জিপিটি-৪ এর তুলনায় বেশি গোছানো, তবে কথোপকথনে ততটা প্রাণবন্ত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।