রোজা কত প্রকার ও কী কী?

ধর্ম ডেস্ক : রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদিক বা ভোরের সূক্ষ আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব প্রকার পানাহার,পাপাচার, কামাচার ও সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা।ইসলামের মূল স্তম্ভসমূহের মধ্যে ঈমান, নামাজ ও যাকাতের পরই রোজার স্থান। হাদিস শরিফে এসেছে-بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسَةٍ، عَلَى أَنْ … Continue reading রোজা কত প্রকার ও কী কী?