বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেল তো অনেকেই চালান কিন্তু এর সবচেয়ে দুর্বল অংশের খোঁজ খুব কম মানুষই রাখেন। যার সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি। বাইক কেনার সময় এই দিকটাও মাথায় রাখতে বলেন টু হুইলার বিশেষজ্ঞরা। এখানে সেরকমই কিছু পার্টসের খোঁজ জানান হলো।। এগুলোর যথাযথ যত্ন না নিলে যে কোনও সময় বড় সমস্যা হতে পারে।

ফুয়েল ট্যাংক
বাইকের সবচেয়ে দুর্বল অংশ হল ফুয়েল ট্যাঙ্ক। একটু চাপ পড়লেই বেঁকে যায়। দুর্ঘটনা ঘটলে তো কথায় নেই। ফুয়েল ট্যাঙ্কে ক্ষতি মানে মারাত্মক বিপদের সম্ভাবনা। তাছাড়া সাসপেনশন সিস্টেম এবং ব্রেকও খুব সংবেদনশীল। নিয়মিত দেখভাল না করলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

সাসপেনশন সিস্টেম
খারাপ রাস্তা, রাস্তার গর্ত, ঝাঁকুনি সামলানোর জন্যই বাইকের সাসপেনশন সিস্টেমের ডিজাইন করা হয়েছে। কিন্তু এটা বাইকের অন্যান্য অংশের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল। অতিরিক্ত চাপ বা বড় কোনও ধাক্কা লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকী দীর্ঘমেয়াদে আরও বড় সমস্যাও হতে পারে।
ব্রেকিং সিস্টেম
ব্রেকিং সিস্টেম বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্রেকে ত্রুটি বা সমস্যা থাকলে বাইক সামলানো মুশকিল। এমনকি চালকের জীবন বিপন্নও হতে পারে। তাই ব্রেক প্যাড বা ডিস্ক নিয়মিত পরীক্ষা করা উচিত। খেয়াল রাখতে হবে, সামান্য সমস্যাও যেন না থাকে। অন্যথায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে।
ইঞ্জিন ও গিয়ারবক্স
ইঞ্জিন ও গিয়ারবক্স হল বাইকের মূল চালিকা শক্তি, তাই নিয়মিত এগুলোর যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যেতে পারে, আর গিয়ারবক্সের সমস্যা হলে চালানোর সময় অসুবিধা হতে পারে। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে নিয়মিত সার্ভিসিং করানো জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



