জুমবাংলা ডেস্ক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একদিকে ব্যাংক ঋণের সুদ হার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে টাকা ছাপিয়ে প্রয়োজন মেটাচ্ছে সরকার। যাকে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে বিপরীতমুখী কর্মকাণ্ড বলে দাবি করছেন ব্যবসায়ীরা। যদিও আগামী মাস থেকে মূল্যস্ফীতি কমার আশ্বাস দিয়ে বাংলাদেশ ব্যাংকের দাবি, মুদ্রানীতি মেনেই ছাপানো হচ্ছে টাকা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে দেশের শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্প্রতি সুদের হার বাড়ানো হলেও প্রয়োজন মেটাতে সরকার টাকা ছাপাচ্ছে। যা বিপরীতমুখী কর্মকাণ্ড।
বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি: সংগৃহীত
তবে বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা ছাপানো নিয়ে অনেকের মাঝে ভুল ধারণা রয়েছে। মুদ্রানীতি মেনেই টাকা ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কাউকে ঋণ না দিলেও নতুন টাকা ছাপাতে হবে। মুদ্রানীতি মেনেই নতুন টাকা ছাপানো হচ্ছে। তবে টাকা ছাপানো হলেই তা সঙ্গে সঙ্গে বাজারে চলে আসবে, এমনটি নয়।
এদিকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির সমালোচনা করে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, মুদ্রানীতির বিনিময় ব্যবস্থায় দুর্বলতা রয়েছে। তবে ব্যাংকগুলো গুরুত্ব বিবেচনায় ঋণ দিলে সমস্যা অনেকাংশে কেটে যেত।
আর বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের স্মার্ট অর্থনীতিতে পরিণত করতে হলে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, পরিচালন সূচকে উন্নয়ন, টেকসই নীতি সংষ্কারসহ বেসরকারিখাতে ঋণ প্রাপ্তির সহজলভ্যতা একান্ত অপরিহার্য বলে মনে করছেন ব্যবসায়ীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।