স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ক্রিকেটে ফিরলেও টাইগারদের দলপতির দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম। অভিজ্ঞ এই ক্রিকেটার দায়িত্ব ছাড়ার পরই টাইগারদের নতুন অধিনায়ক কে হবেন সেটি জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ইনজুরি কারণে দায়িত্ব থেকে তামিম সরে যাওয়ায় ক্রিকেট বোর্ডকে খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক। নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক খোঁজা নিয়ে বিসিবি কোনো অস্বস্তিতে নেই বলে জানান বিসিবির পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।
শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মল্লিক। সেখানে তিনি কথা বলেন টাইগারদের নতুন অধিনায়ক ইস্যুতেও।
বিসিবির পরিচালক বলেন, ‘নতুন অধিনায়ক নিয়ে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’
তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেন মল্লিক। তিনি বলেন, ‘না, বিসিবিতে কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।