আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। সফরের শেষ দিন বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে রাইসি এ কথা জানান। খবর এনডিটিভির।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরান সফরে আমন্ত্রণ জানিয়েছেন রাইসি। চীনের প্রেসিডেন্ট তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধামতো সময়ে তিনি ইরান সফর করবেন।
২০১৫ সালের ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন’ নামে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছিল ইরান। চুক্তিটি ছিল ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা কমানোর বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা।
কিন্তু ২০১৮ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেয় যুক্তরাষ্ট্র। ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরান যদি আলোচনা আসে তবে যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরে আসতে পারে।
শি ও রাইসি বলেন, নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং কার্যকরের জন্য যাচাইযোগ্য পদ্ধতি গ্রহণ করা দরকার।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর চীন ও ইরান জোর দিয়েছে। ইরানের অর্থনৈতিক উন্নতির জন্য এ চুক্তির গুরুত্ব রয়েছে।
মঙ্গলবার রাইসিকে শি বলেন, চুক্তি বাস্তবায়নের বিষয়ে চীন আলোচনায় ‘গঠনমূলকভাবে অংশগ্রহণ করবে’। ইরানের অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন দিবে চীন।
বিবৃতিতে দুই নেতা বলেছেন, চীন দৃঢ়ভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার বিরোধিতা করে।
১০০ বছরেরও বেশি সময় পর গন্তব্যে পৌঁছাল চিঠি, হতভম্ব এলাকাবাসী!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।