স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ছাড়া ফুটবল তাঁর খুব পছন্দের খেলা। ছোটবেলায় ফুটবলার হতে চাইতেন। এখনও সময় পেলে নেমে পড়েন মাঠে। ব্যাডমিন্টন খেলতে ভালবাসেন। তবে সে সব ছেড়ে এ বার মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেল টেনিস কোর্টে। তবে র্যাকেট হাতে নয়। দর্শকের ভূমিকায়। বুধবার উইম্বলডন দেখতে গিয়েছিলেন ধোনি। বৃহস্পতিবার ৪১ বছর বয়স হয়েছে ধোনির। জন্মদিনের আগে অন্য খেলায় মন দিতে দেখা গেল মাহিকে।
বুধবার উইম্বলডনের সেন্টার কোর্টে দেখা গেল ধোনিকে। পরনে সাদা শার্ট, ধূসর রঙের ব্লেজার। চোখে কালো রোদচশমা। বন্ধুদের সঙ্গে বসে রাফায়েল নাদাল ও টেলর ফ্রিৎজের খেলা দেখেন তিনি। ৪ ঘণ্টা ২০ মিনিটের ম্যারাথন লড়াইয়ে ফ্রিৎজকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে ওঠেন নাদাল। যন্ত্রণাকে হারিয়ে নাদালের জয়ের সাক্ষী থাকেন ধোনি। তাঁর খেলা দেখার ছবি নেটমাধ্যমে ভাইরাল।
আইপিএল শেষ হয়ে গিয়েছে। আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন ধোনি। পরিবার নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। গত ৪ জুলাই দ্বাদশ বিবাহবার্ষিকীতে নেটমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন ধোনির স্ত্রী সাক্ষী।
Yellove All! 🦁viewing the 🐐! #ThalaAtWimbledon 🎾 #WhistlePodu 🦁💛 pic.twitter.com/yyPJXqHYCK
— Chennai Super Kings (@ChennaiIPL) July 6, 2022
শুধু ধোনি নন, সুনীল গাওস্করকেও উইম্বলডনের দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে। বৃহস্পতিবার তিনিও ছিলেন সেন্টার কোর্টে। তবে ধোনি ও গাওস্কর একই সময়ে খেলা দেখতে গিয়েছিলেন কি না তা জানা যায়নি।
উইম্বলডন দেখতে গিয়েছিলেন ডেভিড বেকহ্যামও। তিনি এই প্রতিযোগিতার নিয়মিত দর্শক। প্রতি বার তাঁকে দেখা যায়। সেন্টার কোর্টে বসে তিনিও নাদালের লড়াই দেখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।