বিনোদন ডেস্ক : রচনা থাকেন দক্ষিণ কলকাতার একটি বহুমূল্যের অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টের নাম আরবানা। সেখানে প্রত্যেকটি ফ্ল্যাটই সুসজ্জিত। এরকমই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাসিন্দা রচনা ‘দিদি নম্বর ওয়ান’-এ কেন বললেন, আরবানা অ্যাপার্টমেন্টে থাকা তাঁর জন্য কাল হয়ে গিয়েছে। কেন এমন কথা বলতে বাধ্য হয়েছিলেন রচনা, জানেন?
“আমার কাল হয়ে গেছে। আরবানাতে ফ্ল্যাট কেনা আমার কাল হয়ে গেছে।” মাথা চাপড়ে এমন একটি কথা বলেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
সদ্য লোকসভা নির্বাচনে হুগলীর তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন রচনা। পরাজিত করেছেন অভিনেত্রী এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।
রচনা থাকেন দক্ষিণ কলকাতার একটি বিরাট মূল্যের অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টের নাম আরবানা। সেখানে প্রত্যেকটি ফ্ল্যাটই সুসজ্জিত।
এরকমই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাসিন্দা রচনা ‘দিদি নম্বর ওয়ান’-এ কেন বললেন, আরবানা অ্যাপার্টমেন্টে থাকা তাঁর জন্য কাল হয়ে গিয়েছে। কেন এমন কথা বলতে বাধ্য হয়েছিলেন রচনা, জানেন?
এর কারণ প্রতিযোগী ঋতুপর্ণা সেনকে (যাঁকে সকলে ঋ নামেই চেনেন ইন্ডাস্ট্রিতে) ‘দিদি নম্বর ওয়ান’-এর একটি বিশেষ এপিসোডে রচনা বলেছিলেন, “দেড় বছর ধরে শুনছি তুই আমাকে তোর ফ্ল্যাটে আমন্ত্রণ জানাবি।
কিন্তু আজ পর্যন্ত তোর কাছ থেকে কোনও ডাক পেলাম না।” রচনার মুখে এই কথা শুনে ঋতুপর্ণা জানিয়েছিলেন, রচনা আরবানাতে থাকেন। তিনি কি ঋতুপর্ণার ছোট্ট ফ্ল্যাটে আসবেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।