সালমানকে কোলে নিতে গিয়ে কী করলেন অনন্ত আম্বানি?

বিনোদন ডেস্ক : নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানের আরেকটি ভিডিও। যেখানে অনন্ত আম্বানির সঙ্গে দেখা যাচ্ছে বলিউড মেগাস্টার সালমান খানকে। এরইমধ্যে নেটিজেনদের চর্চা শুরু হয়ে গেছে ভিডিওটি নিয়ে।

কী ছিল ওই ভিডিওতে? ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাক বিয়েতে পুরো বলিউডকে তুলে এনেছিলেন আম্বানি পরিবার। একই তালে নাচিয়েছেন সব সেলিব্রেটিদের। যেখানে হলিউডের অসংখ্য তারকা সামিল ছিলেন।

কোনো গানের রেকর্ড নয়, আসল গায়ক গায়িকা দিয়েই গানের ঝড় উঠেছিল প্রাক বিয়ের সেই অনুষ্ঠানে। সবাই যখন নাচে, গানে আর আনন্দ করতে ব্যস্ত তখনই মঞ্চে উঠে আসেন বিয়ের বর, সবার মধ্যমণি অনন্ত।

স্টেজে উঠে অনন্তও শুরু করেন নাচ, গান। এক পর্যায় সালমান খানকে তিনি ভালোবেসে কোলে তুলে নিতে চান। কী মনে হয়, শেষ পর্যন্ত কি অনন্ত পেরেছিল সালমানকে কোলে তুলে নিতে?

এত ওজন হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত অনন্ত কিন্তু পারেননি সালমানকে কোলে তুলে নিতে। তারপরও চেষ্টা ছাড়েননি অনন্ত। ভিডিওতে দেখা যায়, অনেক চেষ্টার পর যখন অনন্ত ব্যর্থ হন তখন সালমান খানের বডি গার্ড ‘সেরা’কে ডেকে নিয়ে আসেন অনন্ত।

এরপর সেরাকে দিয়ে ওপরে তোলান সালমানকে। সেরার কোল থেকে নেমেই অনন্তকে জড়িয়ে ধরেন সালমান। ভাইরাল ওই ভিডিওতে অনন্ত আর সালমানের এমন অটুট বন্ধন আর বন্ধুত্ব হৃদয় ছুঁয়ে গেছে সবার। ভাইরাল ভিডিওতে এরই মধ্যে অনন্ত আর সালমানকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে চলেছেন নেটিজেনরা।