বিনোদন ডেস্ক : দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্ত-অনুরাগীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষৎকারে অপু বিশ্বাস জানান, ফিতা কাটা বা শোরুম উদ্বোধন নিয়ে বেশ ট্রলের শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, শোরুম উদ্বোধনের জন্য অনেক হেটার্স আমাকে ট্রল করে। তবে আমি এটাকে নেগেটিভভাবে দেখি না। কেননা আমার সে যোগ্যতা আছে বলেই আজ আমি এখানে।
অভিনেত্রী আরও বলেন, আমি নারীদের পাশে থাকতে চাই। সরাসরি তাদের আর্থিক সাহায্য নয় বরং তাদের কর্মযোগ্যতা যখন আমার কাছে এসে পৌঁছায়, আর তখন যদি বলে আমরা আপনাকে চাই। আমি অবশ্য সেই সাপোর্টটি দেব। আর সে কারণেই আমি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায়।
‘অনেক সময় দেখা যায় আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি, ফিতা কাটছি এসব নিয়ে ট্রল হচ্ছে। তবে এই কাজের পেছনে যে মানুষের কত পরিশ্রম আছে, সে বিষয়ে তারা জানে না, বললেন অপু।
ঢালিউড কুইন আরও যুক্ত করেন, আমি যেসব প্রতিষ্ঠান উদ্বোধন করেছি, সেসব প্রতিষ্ঠানের বিস্তারিত জেনেই সেখানে যায়। এক কথায়, তারা অথেনটিক কি-না সে বিষয়ে জেনেই আমি যাই।
ট্রলের বিষয়ে অভিনেত্রী বলেন, ট্রল আমাকে নিয়েই করবে। কেননা ট্রল তাকে নিয়ে করা হয়, যাকে মানুষ চিনে। এছাড়া ট্রলের মাধ্যমে আমি আমার ভুল গুলো শুধরে নিতে পারি।
অপু বিশ্বাসের আসল নাম অবন্তি বিশ্বাস। মূলত অপু বিশ্বাস তার মঞ্চ নাম। অভিনেত্রী ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এর পরেই ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।
অপু বিশ্বাসের উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: ‘মাই নেম ইজ খান’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘ভালোবাসা এক্সপ্রেস’, ‘দুই পৃথিবী’, ‘ডেয়ারিং লাভার’, ‘হিরো: দ্যা সুপারস্টার’, ‘আদরের জামাই’, ‘ঢাকার কিং’, ‘দুই পৃথিবী’ ইত্যাদি।
অভিনয়শিল্পীর পাশাপাশি অপু বিশ্বাস এখন একই সঙ্গে একজন প্রযোজক এবং ব্যবসায়ী। অভিনেত্রীর সবশেষ ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।