বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয়তার গন্ডি পেরিয়ে এখন টালিউড সিনেমাতেও জনপ্রিয় হয়ে উঠেছেন পরীমণি। সম্প্রতি কাজ করেছেন টালিউডের প্রথম সিনেমা ‘ফেলুবকশী’-তে। তাই ভারতে শুটিং করতে গিয়ে টালিউড সহশিল্পীদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে নায়িকার। এ সুযোগে পরী টালিউড সহশিল্পীদের শিখিয়ে এলেন নতুন একটি বিষয়। কী সেটি, সংবাদমাধ্যমে সেটিই জানিয়েছেন অভিনেত্রী।
পরী বলেন, ‘ফেলুবকশী’-র প্রথম ধাপের শুটিং আমাকে দিয়েই শুরু হয়েছিল। আবার প্রথম ধাপের কাজ আমাকে দিয়েই শেষ হয়েছে। ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো কাজ করতে পেরে দারুণ খুশি লাগছে।
নতুন সিনেমাটি প্রসঙ্গে পরী বলেন, যেকোনো সিনেমাতে কাজ শুরু করতে পারাটাই আনন্দের। তবে দেশের বাইরে কাজ করাটা আরও বেশি আনন্দের।
কলকাতার সিনেমায় শুটিং করার পরিবেশ আর নতুন সহশিল্পীদের নিয়ে পরী বলেন, আমার কাছে মনে হয়েছে নিজের দেশেই আছি। কারণ ওপার বাংলার ভাষা আমাদের মতোই বাংলা। অন্য ভাষা হলে খাপ খাইয়ে নিতে অনেক সময় লাগত।
কাজের পরিবেশ প্রসঙ্গে পরী আরও বলেন, কলকাতায় ১৪ দিন কাজ করেছি। কাজ করতে গিয়ে বুঝেছি, তারা বেশি পেশাদার আর আমরা বেশি আবেগপ্রবণ।
টালিউডের সহশিল্পীদের প্রসঙ্গে পরী বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকর সঙ্গেই বন্ধুত্ব তৈরি হয়েছে। আবার একে অন্যকে পচিয়েছিও। আমি বলেছি, তোমরা সিনেমায় ডায়ালগ বলার সময় বাংলা শব্দের ভুলভাল উচ্চারণ কর। আর ওরা আমাকে পচিয়েছে, “ডাইলে লবণ দিছো, না দেবা?”- বরিশালের এ ডায়ালগ দিয়ে। শেষমেষ এ বরিশাইল্যা ভাষাই ওদের আমি বেশি করে শিখিয়ে এসেছি। এখন যখন ওদের মুখে বরিশালের ভাষা শুনি, হাসতে হাসতে মরে যাই।
প্রসঙ্গত, টালিউডের নতুন সিনেমা ‘ফেলুবকশি’-তে তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরীমণি, কলকাতার মধুমিতা সরকার ও সোহম চক্রবর্তীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।