মুছে ফেলা পোস্টে কী লিখেছিলেন পরীমণি?

বিনোদন ডেস্ক : আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। তবে এবার গল্পটা আনুষ্ঠানিক বিচ্ছেদের শেষ পর্যায়ের। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরীমণি।

এদিকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাতে নিজের ফেসবুকে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন অভিনেত্রী। তবে সে পোস্টটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। একটু পরেই মুছে ফেলেন পরী।

পরীর পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘ধরেন এ কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম— কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’

পরীমণির মুছে ফেলা ফেসবুক পোস্ট। সংগৃহীত ছবি

‘রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’

এর আগেও চলতি বছরে রাজ পরীমণিকে মারধর করেছেন বলে অভিযোগ করেছিলেন। সে সময় অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এ ছাড়া সেই পোস্টে পরী স্পষ্ট জানিয়েছিলেন, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চান না। এর পর দফায় দফায় মান-অভিমান ভুলে এক হয়েছেন এ দম্পতি।

পরীমণি এবং শরিফুল রাজ ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান। এরপর প্রেম পর্ব কাটিয়ে বসে যান বিয়ের পিঁড়িতে। ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি ও শরীফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। তবে ‘রানা প্লাজা’ (২০১৫) সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। পরীমণির উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মা, গুণিন, মুখোশ, বিশ্বসুন্দরী, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া, রক্ত, মহুয়া সুন্দরী প্রভৃতি।

ডিভোর্স নিয়ে যা বললেন রাজ