বিনোদন ডেস্ক : সম্প্রতি অপ্রীতিকর ঘটনার জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে জাতীয় দলকে উৎসাহ দিতে গিয়ে এ খেলায় তারকারাই একে অন্যের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। দিতে শুরু করেন হত্যার হুমকি। এমন ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তারকারা। বর্তমান তারকাদের এমন অশোভন আচরণের সঙ্গে নেটিজেনরা তুলনা করেছেন অতীতের সোনালী দিনের তারকাদের। উদাহরণ টেনেছেন, স্বপ্নের নায়ক সালমান শাহর।
পরিচালকদের পাশাপাশি সিসিএলে অংশ নিয়েছিলেন মডেল, টিভি ও সিনেমার অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। এ খেলায় অভিনয় শিল্পী , মডেলদের সঙ্গে পরিচালকদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠার কথা ছিল। কিন্তু পরিস্থিতি দেখা গেল পুরোই বিপরীত।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলায় সেলিব্রিটিরা একে অন্যের পাশে থাকার তো দূরের কথা, স্বাভাবিক সৌজন্যবোধও দেখাননি। বরং খেলা নিয়ে একে অন্যের ওপর চড়াও হন। এ ঘটনার প্রেক্ষিতে গুরুতর আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ৬ জন ভর্তি হন।
আহত নায়িকা রাজ রিপা কান্নায় ভেঙে পড়ে সংবাদমাধ্যমে দাবি করেন, মদ্যপ অবস্থায় খেলতে এসে খেলায় বিশৃঙ্খলা করেছে মোস্তফা কামাল রাজ ও ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। ম্যাচ পাতানো খেলায় খেলার ম্যানেজমেন্ট আর রেফারিরাও সামিল ছিলেন।
অথচ ৩০ বছর আগে এই তারকাদেরই ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ ছিল তারকা জগতের মানুষদের গর্ব করার মতো একটি জায়গা। সম্প্রতি সে সময়ের একটি খেলা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ১৯৯৩ সালে অনুষ্ঠিত ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-র খেলা। যে খেলায় উপস্থিত ছিলেন ঢালিউড নায়ক সালমান শাহ, নায়িকাদের মধ্যে ছিলেন মৌসুমী, শাবনূর, শাবনাজ। আরও ছিলেন আহমেদ শরীফ, নায়ক রাজ রাজ্জাক, বাপ্পারাজের মতো অনেক তারকা।
( ৩০ বছর আগে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-র ভাইরাল ভিডিওটি দেখতে ক্লিক করুন )
১৯৯৩ সালে অনুষ্ঠিত ওই খেলায় সব সেলিব্রিটিই একটি প্রীতিকর ম্যাচের প্রস্তুতি নিয়েছিলেন। খেলায় হারা বা জেতাকে মুখ্য না করে তারকা জগতের সবাই একে অন্যের পাশে থাকার, একে অন্যের বিপদে সাহায্যের মনোভাব বাড়িয়ে তোলাই ছিল এ খেলার মূল উদ্দেশ্য।
ভিডিওতে আরও দেখা যায়, খেলার ফাঁকে ভক্তদের সঙ্গে সেলফি আর অটোগ্রাফ দিচ্ছেন সালমান শাহ। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছিলেন স্বপ্নের এ নায়ক। খেলা প্রসঙ্গে নায়ক সাক্ষাৎকারে বলেছিলেন, একজন শিল্পীর বিপদে যেনো আরেকজন শিল্পী আমরা দৌড়ে আসি এবং আমি আশা করি, এ খেলার মতোই যেন শিল্পীদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতার মানসিকতা সব সময় থাকে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।