বিনোদন ডেস্ক : বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে টাডা আইনে অভিনেতা সঞ্জয় দত্তকে গ্রেফতার করা হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। তাঁর বাড়ি থেকে একটি ৯ এমএম পিস্তল ও একটি একে-৫৬ রাইফেল পাওয়া যায়। দীর্ঘদিন মামলা চলে। অবশেষে সঞ্জয় দত্তের ৫ বছরের জেল হয়। তাঁকে পুনের ইয়েরওয়াড়া জেলে রাখা হয়।
জেলে থাকাকালীন বলি তারকা কীভাবে সময় কাটাতেন এ প্রশ্ন অনেকের মনেই ছিল। তারই উত্তর এবার একটি শোতে এসে দিলেন সঞ্জয় দত্ত।
স্টার ভার্সেস ফুড সার্ভাইভাল-এ সঞ্জয় দত্তের সঙ্গে রয়েছেন আর এক বলি তারকা সুনীল শেট্টি। এই অনুষ্ঠানেই সঞ্জয় জানান তাঁর জেলে কাটানো দিনগুলোর কথা।
সঞ্জয় জানান, তিনি সে সময় নিজের মনকে বোঝান যে তাঁকে এই জেলে কাটাতে হবে। সঞ্জয় নিজেকে বুঝিয়ে দেন সে কথা। সেভাবেই মনকে তৈরি করে নেন সঞ্জয়।
জেলে থাকাকালীন সঞ্জয় দত্ত নানারকম রান্না শিখেছেন। অফুরন্ত সময় কাটাতে তাঁর একটি কাজ ছিল রান্না শেখা এবং রান্না করা। এছাড়া তিনি নানা ধর্মগ্রন্থ পাঠ করতেন।
ধর্মগ্রন্থ পাঠে সঞ্জয় দত্তের অনেকটা সময় কাটত। এছাড়া তিনি বাকি সময়ে শরীরচর্চা করতেন। নিয়মিত শরীরচর্চায় মন দিতেন তিনি।
সঞ্জয় দত্তের মতে, তিনি যখন জেল থেকে ছাড়া পান তখন তাঁর শরীর আরও ভাল হয়ে গিয়েছিল। সঞ্জয় দত্তের মতে, বলিউডে সব অভিনেতার মধ্যেই খুব ভাল সম্পর্ক রয়েছে। সকলে একসঙ্গে কাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।