বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, একজন শিল্পীর যে সামাজিক দায় থাকে তা পূরণ করার সুযোগ সবাই পায় না। আমার মনে হচ্ছে, আমি সেই সৌভাগ্যবান শিল্পী যে কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে শিল্পীর সামাজিক দায় মোচনের মতো গৌরাবের বিষয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র নিয়ে ইত্তেফাক অনলাইনকে এ কথা বলেন দীঘি।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। চলতি মাসের ১৩ তারিখে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
শিশুশিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই শিল্পী ইতিমধ্যেই নায়িকা হিসেবেও নিজের অবস্থান দৃঢ় করতে পেরেছেন।
দীঘি বলেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব রেণু। এমন চরিত্রে অভিনয় করে আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। এই অর্জন আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে।
চলচ্চিত্রটিতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, খায়রুল আলম সবুজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, মিশা সওদাগর, তৌকির আহমেদসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।