ছবিতে প্রথমে কি দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার স্বভাব-চরিত্র কেমন

লাইফস্টাইল ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রায় সবাই সময় ব্যয় করে থাকেন। এর মধ্যে কেউ কেউ স্ক্রলিংয়ের সময় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবিতে আটকে যান। এসব ছবি মূলত একটি হলেও ব্যক্তি ও চিন্তাভেদে এর অর্থ ভিন্ন হয়ে থাকে।

দৃষ্টিভ্রম ছবি সমাধান করার জন্য যেমন দৃষ্টির প্রয়োজন হয়, তেমিন প্রয়োজন মেধার। তবে কেউ কেউ এসব ছবি ধাঁদার মতো সমাধান করতে পছন্দ করেন। এতে যেমন মেধার বিকাশ হয়, তেমনি নিজের চিন্তা সম্পর্কে জানা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দৃষ্টিভ্রম ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে প্রথম দেখায় কেউ কুমির দেখছেন। আবার কেউ দেখতে পাচ্ছেন নৌকা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিতে আপনি প্রথম দেখায় কী দেখতে পাচ্ছেন, সেই উত্তরই নাকি আপনার স্বভাব-চরিত্র প্রকাশ করবে।

কুমির দেখতে পেলে : প্রথম দেখায় যদি ছবিতে কুমির দেখতে পান তাহলে যেকোনো বিষয়কে বড়ভাবে ভাবতে পছন্দ করেন আপনি। যেকোনো ঘটনার ভালো দিককে বেশি জোর দেন আপনি। এ কারণে নেতিবাচক বিষয়গুলো প্রভাব ফেলে না আপনার জীবনে।

তবে মাঝে মাঝেই এ স্বভাব-বৈশিষ্ট্যের মানুষের ধৈর্য্যের অভাব হয়। তারপরও মাথা ঠান্ডা থাকে তাদের। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন তারা।

নৌকা দেখতে পেলে : ছবিতে প্রথম দেখাতেই যতি আপনি নৌকা দেখতে পান তাহলে জীবনের প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে আপনার। আপনি কখনো যুক্তি ছাড়া কোনো কাজ করেন না। কোনো বিষয়ে যুক্তি খুঁজে পেলে তবে সেই কাজ করেন। এ ধরনের মানুষরা ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেন। তারা প্রিয় মানুষের সঙ্গে ছোট পরিসরে সময় কাটাতে পছন্দ করেন। এ কারণে কেবল আপনাকে বোঝে এমন মানুষের সঙ্গেই বন্ধুত্ব হয় আপনার।