প্রথম ছবিতে কী দেখছেন? ছবিই বলে দেবে মনের অবস্থা

অপটিক্যাল ইলিউশন

জুমবাংলা ডেস্ক : নেটমাধ্যমে ঝড় তুলেছে একটি ‘অপটিক্যাল ইলিউশনের’ ছবি। এই ছবিতে প্রথমে কী দেখছেন তা-ই নাকি বলে দিতে পারবে যে কোনও ব্যক্তির মনের অবস্থা।

অপটিক্যাল ইলিউশন

কয়েক দিন ধরেই নেটমাধ্যমে ঘুরছে বিচিত্র ‘দৃষ্টিবিভ্রম’ বা ‘অপটিক্যাল ইলিউশনের’ একটি ছবি। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে।

কালো প্রেক্ষাপটে কয়েকটি সাদা গম্বুজ রয়েছে ছবিটিতে। কিন্তু গম্বুজগুলির আকার এমনই, যে তা কালো রঙের প্রেক্ষাপটে দেখে মনে হতে পারে যে দু’জন মানুষ মুখ নিচু করে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই ধরনের ছবির কি কোনও অন্তর্নিহিত অর্থ আছে?

ছবিটি যাঁরা নেটমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁদের দাবি, যদি কেউ প্রথমে গম্বুজ দেখতে পান তবে তিনি নাকি জীবনে সুরক্ষিত থাকতে পছন্দ করেন। আর যাঁরা প্রথমে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দু’জন মানুষকে দেখছেন, তাঁরা মানসিক ভাবে আবদ্ধ বোধ করছেন।

অবশেষে মুখ খুললেন রাশমিকা

তবে এই দাবির পিছনে কোনও বিজ্ঞানসম্মত কারণ আছে কি না, তা উল্লেখ করেননি কেউই। ফলে এই ধরনের দাবিকে ধ্রুব সত্য না ভেবে গোটা অপটিকাল ইলিউশনটিকে নিছক মজার জিনিস ভাবাই বিচক্ষণতার পরিচয় বলে মত বিশেষজ্ঞদের।