ইউটিউব ট্রেন্ডিং: ঈদের কোন কাজগুলো এগিয়ে

বিনোদন ডেস্ক : যুগের চাহিদায় ইউটিউব এখন সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ফলে নাটক, টেলিফিল্ম, গান মুক্তির প্রধান মাধ্যমে পরিণত হয়েছে এটি। আর ঈদ উৎসবে তো এখানে নতুন কনটেন্টের হিড়িক পড়ে যায়।

ব্যতিক্রম হয়নি এবারও। ঈদুল আজহা উপলক্ষে ভূরিভূরি নাটক-টেলিফিল্ম ও গান ইউটিউবে উন্মুক্ত হয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে কোন কাজটি ঘিরে দর্শকের আগ্রহ বেশি?

ইউটিউব ট্রেন্ডিং তালিকা বলছে, এই মুহূর্তে দেশের দর্শকের সবচেয়ে বেশি আগ্রহ ‘জামাই শ্বশুরের কোরবানি’ নাটকের প্রতি। ‘এনএএফ এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তির মাত্র তিন দিনে এর ভিউ ছাড়িয়েছে ৫০ লাখ। ফলে ট্রেন্ডিংয়ে নাটকটি রয়েছে শীর্ষে। মহিন খান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, ফাখরুল মাসুম বাশার প্রমুখ। প্রযোজনায় নিলয় আলমগীর ফিল্মস।

Jamai Shoshur Er Qurbani | জামাই শ্বশুরের কুরবানী | Full Natok | Niloy Alamgir | Heme | Eid Natok

ট্রেন্ডিং তালিকায় দ্বিতীয় নামটি ‘কিডনি’। এটি সময়ের হিট নির্মাতা কাজল আরেফিন অমির নতুন নাটক। অন্তর্জালে মুক্তির ১৮ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ২০ লাখ। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারি, শিমুল শর্মাসহ অনেকে। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

Kidney (কিডনি) | Eid Natok | Polash | Chashi | Evana | Shimul | Ome | Munna | New Bangla Natok 2023

তৃতীয় স্থানে রয়েছে ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র টাইটেল গান। বালাম ও কোনালের গাওয়া গানটিতে রোমান্সে মজেছেন শাকিব খান ও ইধিকা পাল। গত ২৭ জুন টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এই গানের ভিউ ৫৬ লাখের বেশি। আসিফ ইকবালের লেখা গানটির সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

O PRIYOTOMA | SHAKIB KHAN | IDHIKA PAUL | BALAM | KONAL | ASIF IQBAL |  AKASSH | HIMEL ASHRAF

বহুল আকাঙ্ক্ষিত নাটক ‘পুনর্জন্ম- অন্তিম পর্ব’ রয়েছে ট্রেন্ডিংয়ের চতুর্থ অবস্থানে। ভিকি জাহেদ নির্মিত এই নাটক তার ‘পুনর্জন্ম’ ইউনিভার্সের শেষ পর্ব। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, খায়রুল বাসার, শাহেদ আলী, মুকুল সিরাজ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। শুক্রবার (৩০ জুন) রাতে চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর ১৪ ঘণ্টায় এর ভিউ ১৬ লাখ ছাড়িয়ে গেছে।

Punorjonmo Antim Porbo | পুনর্জন্ম অন্তিম পর্ব | Afran Nisho | Mehazabien | Vicky Zahed

ট্রেন্ডিংয়ের পাঁচ নম্বরে রয়েছে নাটক ‘কঞ্জুস ২’। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। শুক্রবার (৩০ জুন) সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তির পর নাটকটির ভিউ ১৬ লাখের বেশি।

Konjush 2 | কঞ্জুস 2 | Musfiq R. Farhan | TanjinTisha | Mohidul Mohim| Full Drama|Eid New Natok 2023