বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ধনকুবেরদের যেমন আয়, তেমন আবার রয়েছে নানা ব্যয়ের খাতও। বিভিন্ন বৈচিত্রময় খরুচে অভ্যাস তাঁদের অনেকের। এমনকি মন ভালো করতেও তাঁরা বড়সড় আয়োজন করে থাকেন। তবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মন শান্ত করতে বড় আয়োজনের দরকার পড়ে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্রেফ ভিডিও গেমে হলেই মন শান্ত হয় ইলন মাস্কের। এতে স্বস্তির পাশাপাশি পান নতুন নতুন চিন্তার খোরাক। সম্প্রতি এক পডকাস্ট শোয় এ তথ্য দেন টেসলা ও স্পেসএক্সের মালিক। মাস্ক বলেন, ‘ভিডিও গেম আমার মনের ওপর দারুণ প্রভাব ফেলে। আমার মন অশান্ত হলে ভিডিও গেম খেলি। ভার্চুয়াল চ্যালেঞ্জের মোকাবিলা ও মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে এটি।’
মাস্কের এক সময়ের সঙ্গী গ্রিমসও এমন তথ্য দিয়েছেন। মাস্কের জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসনকে গ্রিমস জানান, ভিডিও গেম বাদ দিলে মাস্কের কোনো শখ বা মানসিক শান্তি আনার অন্য কোনো মাধ্যম নেই। গেমিং মাস্কের বড় ব্যবসায়িক সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছে বলেও মনে করেন গ্রিমস। যেমন উত্তেজনাকর একটি ‘এলডেন রিং’ গেমের পরে টুইটার কেনার সিদ্ধান্ত নেন এই ধনকুবের।
ইলন মাস্কের প্রিয় ভিডিও গেমের একটি ‘দ্য ব্যাটল অব পলিটোপিয়া’। এই খেলার অংশ হলো সভ্যতা গড়ে তোলা ও যুদ্ধে জেতা। মাস্কের ভাই কিম্বল জানান, সিইও হিসেবে দক্ষতা বাড়ানোর হাতিয়ার হিসেবে পলিটোপিয়াকে দেখেন মাস্ক।
মাস্কের আরেকটি পছন্দের গেম হলো ‘এলডেন রিং’। এটিও যুদ্ধ ও সাম্রাজ্য কেন্দ্রিক। এর সৃজনশীলতা ও শ্বাসরুদ্ধকর উত্তেজনা মাস্কের পছন্দ। তিনি জানান, জীবন ও ভিডিও গেম দুই ক্ষেত্রেই আমাদের ভেতরকার হিংসাত্মক মনকে জয় করা সবচেয়ে চ্যালেঞ্জিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।