বিনোদন ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। বিগ বস-১৭ বিজয়ীর দেখা পেলেন দর্শকরা। রোববার (২৮ জানুয়ারি) শেষ হলো এই সিজনের প্রায় সাড়ে তিন মাসের সফর। গ্র্যান্ড ফিনালতে ঘটল বড় অঘটন, বিগ বসের ট্রফি জিতলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। এদিন ছিল এই প্রতিযোগীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তরা তাঁকে উপহার সেরা একটি মুহূর্ত।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, বিগ বসের চলতি সিজনের ফাইনালে ছিলেন পাঁচ প্রতিযোগী—মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, অভিষেক কুমার, মানারা চোপড়া ও অরুণ মহাশেঠি। টানটান প্রতিযোগিতা শেষে জয়ের চওড়া হাসি মুনাওয়ারের মুখে। রিয়্যালিটি শো জেতার রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’-এর পর সালমানের ‘বিগ বস’ জয়ী হলেন মুনাওয়ার।
সেলফি তুলেই একরাতে ২০-৩০ লাখ আয়, চোখ ছানাবড়া সালমানেরসেলফি তুলেই একরাতে ২০-৩০ লাখ আয়, চোখ ছানাবড়া সালমানের
দ্বিতীয় হয়েছেন অভিষেক কুমার। যা অনেক দর্শকের কাছেই একটু অবাকের। কারণ মুনাওয়ারকে টেক্কা দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে সেরা তিনেও জায়গা হয়নি তাঁর। তৃতীয় হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারা।
বিগ বসের সোনালি ট্রফি ছাড়াও ৫০ লাখ টাকা নগদ পুরস্কার জিতলেন মুনাওয়ার। মিলল হুন্ডাই ক্রেটা গাড়িও। বিগ বস সিজন ১৭-র সবচেয়ে আলোচিত প্রতিযোগী মুনাওয়ার ফারুকি। ২০২১ সালের ১ জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। কঙ্গনার শো-তেই প্রথমবার মুনাওয়ার স্বীকার করেছিলেন তিনি বিবাহিত, তবে দেড় বছর ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই। তাঁর পাঁচ বছরের শিশুপুত্র রয়েছে।
লক-আপ শোয়ে সোশ্যাল মিডিয়া সেনসেশন অঞ্জলির সঙ্গে মুনাওয়ারের প্রেমচর্চা জমে উঠেছিল। শো শেষ হতেই গার্লফ্রেন্ড নাজিলাকে সামনে আনেন মুনাওয়ার। অন্যদিকে, বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রেখেই মুনাওয়ারের নামে বিস্ফোরক অভিযোগ আনেন আয়েশা খান। মডেল-অভিনেত্রীর অভিযোগ ছিল একইসঙ্গে নাজিলা ও তাঁর সঙ্গে প্রেম করছেন মুনাওয়ার!
দ্বিতীয় হওয়া অভিষেক কুমারের বিগ বস সফরও কম রোমাঞ্চকর ছিল না। সহ-প্রতিযোগীকে চড় মেরে ঘর ছাড়া হন তিনি, প্রাক্তন প্রেমিকা ইশা মালব্যরের সঙ্গেও তাঁর ঝগড়া ছিল দর্শকদের আলোচনায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।