‘প্রজেক্ট কে’ আসলে কী, জানা গেলো কিছুটা

বিনোদন ডেস্ক : বছর দুয়েক ধরেই ভারতীয় সিনেমায় আলোচিত নাম ‘প্রজেক্ট কে’। আলোচনার কারণ, এতে যুক্ত হয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, দক্ষিণের মহাতারকা কমল হাসান থেকে ‘বাহুবলী’ তারকা প্রভাস। সিনেমাটির বাজেটের অংকও বেশ মোটা। এসব কারণেই দর্শকের মনে কৌতূহল কাজ করছিল।

কিন্তু ‘প্রজেক্ট কে’ আসলে কী? সেটা এতদিন অস্পষ্টই ছিল। অবশেষে রহস্যটির কিছুটা উন্মোচন করা হয়েছে। জানানো হয়েছে সিনেমাটির আসল নাম; সঙ্গে প্রকাশ করা হয়েছে টিজার। বৃহস্পতিবার (২০ জুলাই) বিখ্যাত ‘সান ডিয়াগো কমিক-কন’-এ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম এবং টিজার প্রকাশ করা হয়েছে। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে আয়োজনটিতে অংশ নিলো এটি।

‘প্রজেক্ট কে’র আসল নাম ‘কল্কি ২৮৯৮ এডি’। নাম থেকেই আঁচ করা যায়, এটি হিন্দু পুরাণের প্রেক্ষাপটে নির্মিত। তবে এর সঙ্গে কল্পবিজ্ঞানের সমন্বয় করা হয়েছে। যেটার ঝলক দেখা গেলো টিজারে। ১ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারে দেখা গেছে ছবির মূল তারকাদের। দেখা যায়, প্রভাস, দীপিকাসহ অন্যদের নিয়ন্ত্রণ করছে অন্ধকার শক্তি। তবে এই অন্ধকারের ইতি টানতে এক শক্তির আবির্ভাব হয়। যেটার নাম কল্কি, আর সেই ভূমিকায় আছেন প্রভাস।

সিনেমাটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। প্রায় ৬০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। ফলে ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা এটি। এতে আরও অভিনয় করেছেন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি, বলিউডের দিশা পাটানি প্রমুখ। হিন্দি ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

টিজার: https://youtu.be/bC36d8e3bb0

সূত্র: ইন্ডিয়া টুডে