বিনোদন ডেস্ক : ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌস।
তিনি বলেন, এখনও বিশ্বাস হচ্ছে না। আমার হার্টবিট চলছে। আজকে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাকে নৌকার কান্ডারি করেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব প্রধানমন্ত্রীর আস্থা রাখার।
কৃতজ্ঞতা জানিয়ে ফেরদৌস বলেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। এজন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লাগছে, নৌকা প্রতীকের দায়িত্ব পাওয়া অবশ্যই অনেক গৌরবের।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ফেরদৌস বলেন, আমি প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করতে চাই। আমার নিজেরও কিছু পরিকল্পনা রয়েছে। আমি যদি জয়ী হতে পারি তাহলে সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও কিছু পরিকল্পনা রয়েছে। আর রুটিন কাজের বাইরে শিক্ষা নিয়েও আমি কাজ করতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।