আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় চলমান যুদ্ধে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল। এরপরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকেও সমঝোতায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর টানা গোলাবর্ষণ সত্ত্বেও বর্তমানে দুপক্ষ একটি সমঝোতা চুক্তির কাছাকাছি রয়েছে।
মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় হানিয়া বলেন, ‘আমরা একটি সমঝোতা চুক্তির কাছাকাছি রয়েছি। কাতারের মাধ্যমে আমরা এই চুক্তির প্রস্তাব পেয়েছি এবং তাতে সম্মতিও দিয়েছি।’
এটি লক্ষণীয় যে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের বেশ কয়েকজন স্বজন সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সরকারের সদস্যদের সাথে বৈঠক থেকে প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান-এর প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে যেতে রাজি হয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই এ চুক্তিতে আসতে আগ্রহী ইসরায়েল। হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়, তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও ছেড়ে হবে।
কান বলছে, ‘বল এখন হামাসের কোর্টে। হামাস যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে সহজেই বন্দি বিনিময়ের একটি চুক্তি হতে পারে।’
এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছিলেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আশা করি শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে এবং আমরা খুব কাছাকাছি আছি, তবে এখনও কাজ বাকি আছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এ সময় উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে জিম্মি হিসেবে প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে যায়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, জিম্মিদের মধ্যে ১০৪ জন ইসরায়েলি ছাড়াও যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।
অন্যদিকে যুদ্ধের শুরুর দিকে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ইসরায়েলি সৈন্য এবং বেসামরিক ব্যক্তিসহ প্রায় ২৫০ জনকে বন্দি করে রেখেছে। কিন্তু পরে জানানো হয়, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় তাদের মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার পর গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। গত দেড়মাস ধরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৩ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এরমধ্যে ৯ হাজারের বেশি শিশু ও নারী রয়েছেন। এ ছাড়া কমপক্ষে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।