বিনোদন ডেস্ক : ক্যামেরার সামনেই হেনস্তার শিকার ইভানা, এমন অসংখ্য ক্যাপশন দেওয়া ভিডিও ঘুরছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে। ওইসব ভিডিওতে দেখা যায় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় একজন ইউটিউবার ফ্রেমে ঢুকে পরেন এবং ইভানার পোশাকে একটি মাইক্রোফোন যুক্ত করার চেষ্টা করেন।
ইভানা ওই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি, তিনি তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকার বাদ দিয়ে চলে যান।
আর এ বিষয়টিকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সহশিল্পী লামিমা লাম। একইসঙ্গে তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন। লামিমা নিজের ফেসবুক পেইজে লিখেছেন, এই সস্তা ফেসবুক- ইউটিউবারদের, সো কলড সাংবাদিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কেউ নেই? জাস্ট ডিসগাস্টিং।
বিষয়টি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সংবাদকর্মী বলেন, আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম। ওইসময় একজন ফ্রেমের ভেতর ঢুকে গিয়ে ইভানার পোশাকে মাইক্রোফোন যুক্ত করার চেষ্টা করেন। ফলে ইভানা খুবই বিব্রতকর অবস্থায় পড়েন এবং সাক্ষাৎকার দেওয়া বাদ দিয়ে চলে যান।
এ ধরনের কাজের বিষয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। জানা যায়, সম্প্রতি একটি ওয়েব ফিল্মের বিশেষ প্রদর্শনীতে এ ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।