লাইফস্টাইল ডেস্ক : সমুদ্রশাস্ত্র মতে, শরীরের গঠন ও শরীরে উপস্থিত চিহ্নগুলি দেখে একজন ব্যক্তির জীবন সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। সামুদ্রিক শাস্ত্রেও শরীরে তিলের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। শরীরে অবস্থিত কিছু তিল একজন মানুষকে ভাগ্যবান করে তোলে আবার কিছু তিল আপনার জন্য অশুভ বলে মনে করা হয়।
আঁচিলের রং কালো হলে যা শুভ ও অশুভ ফল দেয়। যদিও শরীরে লাল রঙের তিল থাকা শুভ ও ফলদায়ক। লাল তিল সম্পদ, সমৃদ্ধি এবং সুখের প্রাপ্তি নির্দেশ করে। শরীরে কোথায় তিল থাকলে তা অশুভ, তা জেনে নিন এখানে…
কপালের বাম দিকে তিল থাকলে সমুদ্র শাস্ত্র অনুসারে তা অশুভ। বিশ্বাস করা হয় যে কপালে তিল থাকলে ওই ব্যক্তি কেবল নিজের সম্পর্কেই ভাবেন। এই ধরনের লোকেরা অন্যের কথা ভাবার আগে নিজের কথা চিন্তা করেন। অর্থাত তাদের মধ্যে স্বার্থপর মনোভাব বেশি থাকে, যার কারণে অনেক সময় পরিবারের সদস্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন।
সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির কপালের বাম দিকে তিল থাকে তাদের ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সমস্যায় পড়তে হতে পারে। সাফল্য পেতে তাদের বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সংগ্রাম করতে হয় বহুক্ষেত্রে। কখনও কখনও, কর্মক্ষেত্রে প্রতিশোধ নিয়ে উদ্বিগ্ন হতে হয়।
যদি কোনও ব্যক্তির ঠোঁটে তিল থাকে তবে তাকে তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। সমুদ্র শাস্ত্র অনুসারে, এই ধরনের ব্য়ক্তিদের স্থূলতা এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। ঠোঁটে তিলের উপস্থিতি ওই ব্যক্তিকে রোমান্টিক ও যৌন চাহিদার ইচ্ছা বেশি থাকে।
সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে, যদি কোনও ব্যক্তির নাকে ও বাম চোখে তিল থাকে, তাহলে সেই ব্যক্তি আত্মমর্যাদাশীল। এরা নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে পছন্দ করেন। নিজেদের মধ্যে ভাবতে থাকে যে তাদের চেয়ে বেশি কারোর কিছু থাকতে পারে না। মানে এরা সবকিছুতেই নাক উঁচু করার চেষ্টা করে।
সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির কাঁধের নীচে তিল থাকে, তাহলে সামুদ্রিক শাস্ত্র অনুসারে তা অশুভ। এমন ব্যক্তিকে জীবনে অনেক সংগ্রাম করতে হয়। ছোটখাটো সাফল্য পেতেও অনেক সংগ্রাম করতে হয়। পিঠে তিল থাকলে কিছুটা অলসও হতে পারেন।
নারী ও পুরুষ, উভয়ের বুকেই তিল থাকে। লাল ও কালো তিলও থাকে। বুকে জান পাশে তিল থাকা অত্যন্ত শুভ। স্ত্রী হিসেবে ভাগ্যবান হন পুরুষরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুকের ডানপাশে তিল থাকলে অর্থ আসে হু হু করে। এছাড়া বুকের মাঝে বা ক্লিভেজেও তিল থাকে। জ্যোতিষশাস্ত্রমতে, তাতে ব্য়ক্তি বা নারীরা সাহসী হন। ভাল পিতা-মাতা হিসেবেও গণ্য হন তারা।
বুকের বাম পাশে তিল থাকলে তাও শুভ।এদের স্বভাব অত্যন্ত চঞ্চল হয়ে থাকে। অধিক বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বাম দিকে তিল থাকলে কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতির সম্ভাবনা থাকে। তবে ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম করার প্রবণতা তৈরি হয় তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।