লাইফস্টাইল ডেস্ক : ঘুম থেকে ওঠার পর প্রথম কাজই হয় দাঁত ব্রাশ করা। বেশিরভাগ মানুষই ঢুলু ঢুলু চোখে ব্রাশে পেস্ট লাগিয়েই তা ধরেন কলের নিচে। কেউবা পেস্ট লাগানোর আগেই ব্রাশ ভিজিয়ে নেন। এরপর ভেজানো ব্রাশ দিয়ে মাজেন দাঁত। কিন্তু এভাবে দাঁত মাজা কি ঠিক? কী বলেন দাঁতের চিকিৎসকরা?
বিশেষজ্ঞদের মতে, রোজকার এই অভ্যাসে নাকি ঠিকমতো পরিষ্কার হচ্ছে না দাঁত। দিনে দুইবার ব্রাশ করার পরও খারাপ হচ্ছে মুখের স্বাস্থ্য।
লন্ডনের মেরিলবোন স্মাইল ক্লিনিকের প্রতিষ্ঠাতা চিকিৎসক সাহিল পটেলের মতে, মুখে ফেনা হওয়ার মতো আর্দ্রতা ব্রাশের মধ্যে থাকে। আলাদা করে ভেজানোর প্রয়োজন পড়ে না। বরং ব্রাশ আলাদা করে ভেজালে অল্পতেই অনেকটা ফেনা হয়ে যায়। তাই ভালো করে দাঁত পরিষ্কার করার আগেই তা মুখ থেকে ফেলে দিতে হয়। আর দাঁত ভালো করে পরিষ্কার না হওয়ায় মুখের স্বাস্থ্য খারাপ হয়।
দাঁত ও মুখের স্বাস্থ্য ভাল রাখতে দাঁত মাজার অভ্যাস সম্পর্কে আরও একটি বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। অনেকেই ব্রাশ করার সময়ে শক্ত করে ব্রাশটিকে ধরে, তার পর দাঁতের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেন। এই ভুল পদ্ধতির কারণে অনেকসময় দাঁত ও মাড়ির ক্ষতি হয়।
দন্ত চিকিৎসকদের মতে, দিনে দুই বার দাঁত না মেজে সঠিক পদ্ধতিতে যদি এক বার মাজা হয়, সে ক্ষেত্রেও একই ভাবে কাজ হবে। দাঁত মাজার সময়ে মুখের পিছন থেকে সামনের দিকে ব্রাশ চালনা করার অভ্যাস করা উচিত। মুখের ভিতর যে কোণে ব্রাশ পৌঁছতে পারে না, সেই জায়গাগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।