লাইফস্টাইল ডেস্ক : কর্মব্যস্ত জীবনে এখন আর বয়সের কারণে নয়, অকারণেই চুলের কালো রং হারিয়ে ধূসর কিংবা সাদা রঙে পরিণত হচ্ছে। এ কারণে অনেকেই সাদা চুল মাথা থেকে টেনে তুলে ফেলে দেন। কিন্তু এ অভ্যাসে লাভ নয়, বরং ক্ষতির দিকে পা বাড়াচ্ছেন আপনি, তা কি জানেন?
সাধারণত মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকে। হজমের সমস্যা বা লিভারের সমস্যার ফলেও চুল অকালে পেকে যায়। পরিবেশ দূষণও একটি বড় কারণ অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার।
এ কারণে অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তি বোধ করেন। পাকা চুল বেছে বেছে তুলে ফেলেন। একটা তথ্য এখানে জানিয়ে রাখা ভালো, অনেকে মনে করেন পাকা চুল তুললে আরও চুল পাকতে শুরু করে, যা আসলে ভুল ধারণা। একটা চুলকে তুলে ফেললে অন্যান্য চুলের ওপর কোনো প্রভাব পড়ে না।
সুইডেনের স্টকহোমে অবস্থিত চুলের সৌন্দর্যচর্চা কেন্দ্র ‘সাচাহুয়ান’য়ের ‘ক্রিয়েটিভ ডিরেক্টর অব এডুকেশন’ এবং ‘হেয়ার স্টাইলিস্ট’ ট্রে গিলিয়েন বলেন, ‘একটি নির্দিষ্ট চুলের গোড়ায় থাকা ফলিকলের মধ্যকার পিগমেন্ট কোষগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন চুল সাদা হবে না। একটা চুলের গিপমেন্ট কোষ মারা গেলে তার পাশের চুলের কোষে এর কোনো প্রভাব পড়ে না।’
তার মানে কিন্তু এই নয় পাকা চুল মাথা থেকে টেনে তোলার ক্ষতি বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকা চুল বারবার টেনে তোলার অনেক ক্ষতিকর দিক রয়েছে।
যেমন রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনে গিলিয়েন আরও বলেছেন, ‘একটি চুলের ফলিকল থেকে একটাই চুল গজানো সম্ভব। আর যে চুলটি একবার সাদা হয়ে গেছে, তার মানে হল ওই চুলের ফলিকলের পিগমেন্ট কোষ ইতোমধ্যেই মারা গেছে। সেটা টেনে তুলে ফেললে সেখানে কালো নয় বরং আবার চুল গজালে তা সাদা চুলই গজাবে।’
আর বারবার পাকা চুল টেনে তোলার কারণে ওই ফলিকলটি ক্রমেই ক্ষতিগ্রস্ত হতে থাকে। একপর্যায়ে সেই ফলিকল থেকে চুল গজানোই বন্ধ হয়ে যায়।
বার বার চুল তুলে ফেলার ক্ষতি হিসেবে গিলিয়েন বলেন, ‘একেবারে না থাকার তুলনায় পাকা চুল থাকা ভালো। এ ছাড়া চুল টেনে তোলার কারণে ওই স্থানে ঘা দেখা দিতে পারে, দাগ হয়ে যেতে পারে।’ এমনকি চুল পাতলা হতে পারে বলেও জানান তিনি। পাকা চুল টাক মাথা থেকে ভালো বলেও মন্তব্য তার।
গিলিয়েন আরও বলেন, ‘পাকা চুল টেনে তুললে আরও বেশি চুল পাকতে শুরু করে এমন ভেবে নেয়ার পেছনে কারণ হলো অবশ্যই তা হঠাৎ করে চোখে পড়ে। চুলের ফলিকল যখন পিগমেন্ট তৈরি করতে পারে না তখন সেখানে সেবামও উৎপাদন হয় কম। একারণে পাকা চুল অন্যান্য চুলের তুলনায় মোটা, অমসৃণ হতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।