গত ২৫ বছরে সবথেকে বেশি কী কী সার্চ করেছে মানুষ? তালিকা প্রকাশ করল গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগল। ছোট্ট একটা শব্দ, অথচ তার পরিধির বিস্তৃতি সীমাহীন। যে কোনও তথ্য জানতে একবার গুগল সার্চ করলেই হল। মাকড়সার ক’টা পা থেকে পানিপথের যুদ্ধের সাল, তানজানিয়ার প্রেসিডেন্টের নাম থেকে প্রস্তর যুগের খবর, সবই জানা যায় গুগলে। এহেন ‘এনসাইক্লোপিডিয়া’ ২৫ বছর পূর্ণ করল।

এই ২৫ বছরে অগুন্তি বিষয় সার্চ করেছে পৃথিবীর মানুষ। গুগলের তরফে প্রকাশ করা হল এক তালিকা। ২৫টি বিভাগে সবথেকে বেশিবার যাকে বা যাদের বা যে জিনিস খোঁজা হয়েছে, এ তারই তালিকা। সঙ্গীতশিল্পী থেকে বিজ্ঞানী হয়ে চুলের ছাঁট, সবই রয়েছে সেই তালিকায়। আসুন দেখে নেওয়া যাক—

১. সর্বাধিক সার্চ করা সঙ্গীতশিল্পী: টেলর সুইফট

২. সর্বাধিক সার্চ করা বয় ব্যান্ড: বিটিএস

৩. সর্বাধিক সার্চ করা রক ব্যান্ড: দ্য বিটলস

৪. সর্বাধিক সার্চ করা ক্রীড়াবিদ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

৫. সর্বাধিক সার্চ করা কাল্পনিক রাজকুমারী: এরিয়েল

৬. সর্বাধিক সার্চ করা স্নিকার্স: এয়ার জর্ডান

৭. সর্বাধিক সার্চ করা হেয়ারকাট: বব হেয়ারকাট

৮. সর্বাধিক সার্চ করা ক্লাসিক সুরকার: বিঠোফেন

৯. সর্বাধিক সার্চ করা উপসংস্কৃতি: পাঙ্ক

১০. সর্বাধিক সার্চ করা শিল্পী: লিওনার্দো দা ভিঞ্চি

১১. সর্বাধিক সার্চ করা ব্রেকথ্রু: ফিউশন ব্রেকথ্রু

১২. সর্বাধিক সার্চ করা বিজ্ঞানী: আলবার্ট আইনস্টাইন

১৩. সর্বাধিক সার্চ করা ইমোজি: হার্ট ইমোজি

১৪. সর্বাধিক সার্চ করা পোকেমন: পিকাচু

১৫. সর্বাধিক সার্চ করা অ্যানিমেশন: নারুতো

১৬. সর্বাধিক সার্চ করা খেলনা: বার্বি

১৭. সর্বাধিক সার্চ করা ভিডিও গেম: মাইনক্র্যাফট

১৮. সর্বাধিক সার্চ করা সুপারহিরো: স্পাইডার-ম্যান

১৯. সর্বাধিক সার্চ করা কেক: প্যানকেক

২০. সর্বাধিক সার্চ করা কুইজিন: চাইনিজ

২১. সর্বাধিক সার্চ করা শহর: নিউইয়র্ক সিটি

২২. সর্বাধিক সার্চ করা পিৎজা স্টাইল: শিকাগো-স্টাইল পিৎজা

২৩. সর্বাধিক সার্চ করা ল্যান্ডমার্ক: আইফেল টাওয়ার

২৪. সর্বাধিক সার্চ করা ছুটি কাটানোর জায়গা: সমুদ্র সৈকত

২৫. সর্বাধিক সার্চ করা জ্যোতিষ চিহ্ন: সিংহ রাশি