স্পোর্টস ডেস্ক : ভারত- নিউজিল্যান্ড ম্যাচের টস গড়ানোর আগেই বিতর্ক ওয়াংখেড়ের পিচ নিয়ে। শেষ পর্যন্ত আইসিসি তাদের অবস্থান জানাল। সেই বিবৃতিতে অবশ্য শেষ মহূর্তে তারা পিচ বদলে যে কোন নিয়ম ভাঙেনি সেটাই তুলে ধরেছে তারা।
‘এমন লম্বা টুর্নামেন্টে পরিকল্পনা করে রাখা পিচ বদল করাটা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এমনটা হয়েছে। আর এটা করা হয়েছে ভেন্যু কিউরেটরের পরামর্শেই।’- বিবৃতিতে বলেছে আইসিসি। সংস্থাটির স্বাধীন পিচ পরামর্শকও আছে।
আইসিসি জানিয়েছে, সেই পিচ পরামর্শকক অ্যান্ডি আটকিনসনকে জানিয়েই এটা করা হয়েছে। আর তা ক্রিকেটের জন্য কোন নেতিবাচক কিছু হয়েছে বলেও তারা তা মনে করেননা।
সাধারণত নকআউট পর্বের খেলা হয় নতুন পিচে। আজকের সেমিফাইনালের জন্য তেমন একটা পিচ তৈরীও রাখা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেই পিচে না খেলিয়ে ম্যাচটি হয়েছে এর আগে লিগ পর্বে দুটি ম্যাচ হয়েছে এমন একট পিচে। ব্যবহৃত পিচে স্পিনাররা সুবিধা পাবেন, তাতে ভারতেরই লাভ হবে, এমন সমালোচনাও হচ্ছিল।
তবে আইসিসি জানিয়েছে, এর আগে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যবহৃত পিচে খেলা হয়েছে। তবে ইংল্যান্ডে গত ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল হয়েছে নতুন পিচেই। হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।