বিমান সফরে কেন এয়ারপ্লেন মোড অন করতে বলা হয়

এয়ারপ্লেন মোড

লাইফস্টাইল ডেস্ক : যাঁরা ঘনঘন বিমানে যাতায়াত করেন, তাঁরা সকলেই এরোপ্লেন বা এয়ারপ্লেন মোডের সঙ্গে পরিচিত। যাত্রীরা বিমানে উঠলেই মোবাইলে এরোপ্লেন মোড অন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আসলে কী কাজ করে এই এরোপ্লেন মোড কিংবা কেন বিমানে উঠলেই যাত্রীদের মোবাইলে এরোপ্লেন মোড অন করতে বলা হয়, তা হয়তো অনেকের কাছেই স্পষ্ট নয়। ফোনের এই ফিচারের সঙ্গে পরিচিত হলেও তার কার্যকারিতা হয়তো সঠিকভাবে অনেকেরই জানা নেই। তাই বিশদে জেনে নেওয়া যাক যে এই এরোপ্লেন মোড আসলে কী? কেন বিমানে উঠলে এই ফিচার মোবাইলে অন করতে বলা হয়? আর এরোপ্লেন মোড আসলে কী কী কাজ করে?

এয়ারপ্লেন মোড

এরোপ্লেন মোড বা এয়ারপ্লেন মোড
সব স্মার্টফোনেই রয়েছে এরোপ্লেন বা এয়ারপ্লেন মোড। বিমানে উঠলে যাত্রীদের নিজের ফোনে এই ফিচার অন করতে বলা হয়। যেভাবে আপনি ফোনের নেট অন করেন সেভাবেই খুঁজে পাবেন এরোপ্লেন মোডের অপশন। এই ফিচার স্মার্টফোনে অন করে দিলে ইন্টারনেট অফ হয়ে যাবে। পাশাপাশি দেখা যাবে নেটওয়ার্কের জায়গায় রয়েছে ছোট্ট একটা প্লেনের চিহ্ন। বিমানে সফর করা ছাড়াও আপনি যদি চান আপনার ফোনে কোনও কল বা মেসেজ না আসুক, তাহলে এই ফিচার আপনি চালু করতে পারেন।

এরোপ্লেন মোডের বা এয়ারপ্লেন মোডের কাজ
যখন আপনি ফোনের এরোপ্লেন মোড অন করবেন তখন ডিভাইস সব ধরনের সেলুলার সিগন্যাল ট্রান্সমিট করা বন্ধ করে দেবে। এর ফলে সেলুলার নেটওয়ার্কে আসা কোনও ফোনকল বা মেসেজ আপনার কাছে পৌঁছবে না। তবে ফোনে ডাউনলোড থাকা গান আপনি শুনতে পাবেন। দেখতে পাবেন ডাউনলোড থাকা সিনেমাও। এরোপ্লেন মোড অন হলে ফোনের ওয়াই-ফাই মোডও ডিজেবল বা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনি ওয়াই-ফাই আকসেস পেতে চান তাহলে ফোনে আপনাকে ওয়াই-ফাই ফিচার অন করতে হবে। এর ফলে আপনি ইন্টারনেট কানেকশন পাবেন ওয়াই-ফাইয়ের মাধ্যমে। ফলে ফোনে এরোপ্লেন মোড চালু থাকলেও নেট ব্যবহার করতে পারবেন আপনি।

বাদাম-কিশমিশ-কলা, কখন এবং কিভাবে খেতে পারেন

কেন বিমানে সফরের সময় এরোপ্লেন মোড অন করা হয়
ইলেকট্রনিক ডিভাইস থেকে যে সিগন্যাল বেরোয় তা এয়ারক্র্যাফটের কমিউনিকেশন সিস্টেমকে ঘেঁটে দিতে পারে। ইলেকট্রনিক ডিভাইস মানে ফোনে থাকে সেলুলার কানেকশন, যা যথেষ্ট শক্তিশালী রেডিও ওয়েব নির্গত করে। একই সঙ্গে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও। এই সমস্ত ওয়েব এয়ারক্র্যাফটের সিগন্যালে সমস্যা তৈরি করতে পারে। আর তার ফলে পাইলট কোনও সাহায্য চেয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে যোগাযোগ করতে চাইলে সমস্যা পড়তে পারেন। এই সমস্ত ঘটনার জেরে বিপদে পড়তে পারেন বিমানে থাকা অসংখ্য যাত্রী। সেই জন্যই বিমানে সফরের সময় যাত্রীদের বারংবার এরোপ্লেন মোড অন করার কথা বলা হয়।