দেশ সংস্কারে আলোচনাসহ আরও যেসব দাবি রিকশাচালকদের

Rickshaw

জুমবাংলা ডেস্ক : ১০ দফা দাবি দিয়ে সড়ক ছেড়েছেন আন্দোলন করা পায়েচালিত রিকশাচালকেরা। সোমবার বেলা সোয়া ১২ড়টার পর তাঁরা শাহবাগ থেকে চলে যেতে শুরু করেন।

Rickshaw

সোমবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তাঁরা অটোরিকশা বন্ধের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

রিকশাচালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশার কারণে পায়েচালিত রিকশাচালকেরা যাত্রী পাননা। ঢাকার সকল সড়কে অটোরিকশা চলে। কেউ আটকায় না। সেজন্য মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণা করতে হবে।

রিকশাচালকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—
ক. স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে মারা যাওয়া রিকশাচালক ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে। তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে।
খ. যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশের রিকশাচালকদের ১ নম্বরে রেখে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে।
গ. রিকশাচালকদের স্বাস্থ্যসেবা, ছেলেমেয়েদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
ঘ. এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে ও কাজের সময় নির্ধারণ করতে হবে।
ঙ. বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে।
চ. প্রত্যেক রাস্তার মোড়ে রিকশা চালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে।
ছ. ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। শপিংমল ও বাজারের দারোয়ানদের বাজে আচরণ বন্ধ করতে হবে।
জ. দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে।
ঝ. রাস্তার বামপাশ ভালোভাবে মেরামত করতে হবে।
ঞ. স্বাধীন দেশ সংস্কার কাজে রিকশাচালকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাঁদেরও সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে হবে।