এত লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রে কী করছেন মৌসুমী?

অভিনেত্রী মৌসুমী

বিনোদন ডেস্ক : আগে থেকেই যুক্তরাষ্ট্রে যাওয়া আসা ঢালিউড অভিনেত্রী মৌসুমীর। এবারের চিত্রটি ভিন্ন। লম্বা সময় ধরে জো বাইডেনের দেশটিতে অবস্থান করছেন তিনি। অনেকের ধারণা স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করতেই দেশটিতে এতদিন আছেন তিনি। এর বাইরেও যুক্তরাষ্ট্রে আরও কিছু কাজ নিয়েও ব্যস্ত এ নায়িকা।

অভিনেত্রী মৌসুমী

যুক্তরাষ্ট্রে বসে শুটিং করছেন মৌসুমী। সেইসঙ্গে অংশ নিচ্ছেন শোয়ে। সম্প্রতি ‘অর্ধাঙ্গিনী’ নামে মিউজিক্যাল ফিল্মের কাজ শেষ করেছেন। প্রকাশ পেয়েছে এর পোস্টার ও টিজার। এটি নির্মাণ করেছেন সৈয়দ আর ইমন।

কাজটি নিয়ে নির্মাতা ইমন বলেন, ‘মৌসুমীর মতো এত বড় মাপেরএকজন নায়িকা আমেরিকার শীতে অভ্যস্ত নন। সেই তিনিই মাইনাস ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড ঠান্ডায় বরফের মধ্যেও কষ্ট করে শুটিংয়ে অংশ নিয়েছেন। কষ্ট হলেও মৌসুমী আপা পুরোপুরি ক্যারেক্টারের মধ্যেই ছিলেন। তার ডেডিকেশনে আমরা মুগ্ধ। আশা করি, কাজটিসবার ভালো লাগবে।’

এর আগে মৌসুমী একটি সিরিজের কাজ করেছেন। ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের সে সিরিজ পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ অভিনেত্রীর মা-বোন ও দুই সন্তান। কাজের বাইরে তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়িকা।

পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ৭ বছর পর বলিউডে ফিরছেন

এদিকে দেশে মুক্তির অপেক্ষায় মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন জায়েদ খান, ওমর সানি, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।