NFC কি
আমরা প্রায় আমাদের জীবনের সব ক্ষেত্রে NFC প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু এটা কি? আজকে আমরা সহজ ভাষায় সংক্ষেপে NFC সম্পর্কে আপনাদের জানাবো। আপনি হয়তো Near Field Communication শব্দটি শুনেছেন। ব্লুটুথ সিস্টেম বা সাবওয়ে সিস্টেম এ এটি আপনিয় আগে হয়তো ব্যবহার করতে দেখেছেন।
NFC হচ্ছে এমন একটা অপশন যার সাহায্যে আপনি যেকোনো ধরনের তথ্য এক ডিভাইস থেকে অন্য একটা ডিভাইস খুব তাড়াতাড়ি এবং নিরাপদে স্থানান্তর করতে পারবেন। এটা ব্লুটুথ এর মতোই, তবে ব্লুটুথ দিয়ে তথ্য স্থানান্তর করতে আমাদের বিভিন্ন ধরনের পারমিশন চালু করতে হয় এবং তথ্য স্থানান্তর হতে মোটামুটি অনেক সময় নেয়, কিন্ত NFC দিয়ে খুব সল্প সময়ের মধ্যেই আপনি আপনার যে কোন ধরনের তথ্য স্থানান্তর সম্পন্ন করতে পারবেন, তাছাড়া বর্তমানে NFC দিয়ে শুধু মাএ তথ্য স্থানান্তর ছাড়াও আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন।
NFC কীভাবে কাজ করে?
NFC আসলে এন্টেনা এর সাহায্যে কাজ করে, এই এন্টেনা এক এক মেবাইলের এক এক স্থানে লাগানো থাকে। যেমন Samsung ফোন এর ব্যাটারী এর পেছনে বা ব্যাক কভার এ লাগানো থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।