বিনোদন ডেস্ক : পরীমণির ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য কলকাতা ছুটে যান তিনি। একা হাতে সব সামলেছেন এই নায়িকা। মা হতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। সন্তান অসুস্থ হয়ে পড়লে কী কী করা উচিত সবকিছু শিখে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী। সে বিষয়গুলো নিয়েই তিনি পরামর্শ দিতে চেয়েছেন নতুন মায়েদের।
কলকাতা থেকে ফিরে পরী তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে পরীমণি তার ছেলের সঙ্গে খেলায় মেতে উঠেছেন। তবে বাচ্চা অসুস্থ হলে মায়েদের সংগ্রাম কতটুকু করতে হয় তা তিনি তার ফেসবুকে প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে।
এবার তিনি নতুন মায়েদের জন্য লিখেছেন, ‘অসুখ থেকে ওঠার পর তার এই রকম মুড সুইং হচ্ছিল! হওয়াটাই স্বাভাবিক। এই সময় শিশুর শারীরিক যত্নের সাথে মানসিক যত্নের দিকে গুরুত্ব বাড়ানো জরুরি। বাচ্চা এই সময় খেতে চাইবে না এটাও স্বাভাবিক। কিন্তু বাচ্চাকে খাওয়া নিয়ে জোর করা যাবে না। ভাবছি এসব বিষয় নিয়ে একদিন লাইভে কথা বলবো নতুন মায়েদের সাথে। কি বলেন?’
এভাবে তিনি নতুন মায়েদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তবে তার পোস্টে অনেকেই তাকে কথা বলার জন্য উৎসাহিত করেছেন।
একজন লিখেছেন, ‘প্লিজ আপু লাইভে আসুন, আশা করি কিছুটা হলেও জানতে পারবো।’
অন্য একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুন, লাইভের অপেক্ষায় রইলাম।’
উল্লেখ্য, চলতি মাসের ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে পরী অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মামনুন ইমন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।