Realme C53 কী কী ফিচার্স থাকছে জেনে নিন

Realme C53

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরও এক দুরন্ত স্মার্টফোন হাজির করল রিয়েলমি। চমকভরা ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল Realme C53। ভরপুর ব্যাটারির সঙ্গে এতে থাকছে 6GB র‌্যাম এবং তাক লাগানো ক্যামেরা। বাজেট গ্রাহকদের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে স্মার্টফোনের দাম।

Realme C53

রিয়েলমির এই স্মার্টফোন একটি নয় দু’দুটি ভেরিয়েন্ট নিয়ে ভারতে লঞ্চ হয়েছে। প্রথম ভেরিয়েন্ট 4GB র‌্যাম ও 128GB স্টোরেজ এবং দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB র‌্যাম ও 64GB স্টোরেজ। ভারতে কোথায় এই স্মার্টফোন কিনতে পারবেন এবং ঠিক কত টাকা খরচ করতে হবে জেনে নিন।

Realme C53 এর দাম

4GB র‌্যাম ও 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে 9,999 টাকা। 6GB র‌্যাম ও 64GB স্টোরেজের দাম রয়েছে 10,999 টাকা। 26 জুলাই থেকে অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হবে এই ফোনের সেল।

অনলাইন ছাড়াও বিভিন্ন রিটেল স্টোর থেকেও কেনা যাবে এই স্মার্টফোন। রংয়ের ক্ষেত্রে এই স্মার্টফোনে দুটি অপশন পাওয়া যাবে – গোল্ড এবং ব্ল্যাক। গ্রাহকদের জন্য নতুন ফোনের উপর 1,000 টাকা ছাড়ও দিচ্ছে রিয়েলমি।

Realme C53 এর স্পেসিফিকেশন

এই বাজেট ফোনে মিলবে 6.74 ইঞ্চি HD ডিসপ্লে সঙ্গে 90 হার্টজ রিফ্রেশ রেট। প্রতিদিনের মাল্টিটাস্কিংয়ের জন্য প্রসেসর হিসাবে থাকছে Unisoc T612 চিপসেট। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 13।

Realme Narzo 60 : 1TB-র বিশাল স্টোরেজ, রাখা যাবে 2.5 লাখ ফটো! কী ফিচার আনছে রিয়েলমি নারজো?
বিনামূল্যে সর্বোচ্চ 128GB স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনে। তবে মাইক্রো SD কার্ডের মাধ্যমে এই স্টোরেজ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। র‌্যামের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা 6GB। র‌্যাম ও প্রসেসরের পাশাপাশি এই ফোনের মূল আকর্ষণ তার 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

মূল ক্যামেরায় মিলবে 1080P/30fps, 720P/30fps এবং 480P/30fps এর সুবিধা। ফোনের সমানে মিলবে 8 মেগাপিক্সেল সেলফি এআই ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা থেকেও ভিডিও রেকর্ডিং, পোর্ট্রেট মোড, ফেস রেকগনিশন, বিউটি মোড ইত্যাদি

এই ফোন যার উপর ভর করে চলবে অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি মিলবে 5,000mAh এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং। দুঃখের বিষয় এতে 5G সাপোর্ট মিলবে না। 4G LTE কানেকশনেই সন্তুষ্ট থাকতে হবে।

ইস্ট-দই বা বেকিং পাউডার ছাড়া বানিয়ে নিন তুলতুলে বেবি নান

চার্জিং ও কানেক্টিভিটির জন্য এতে মিলবে USB টাইপ-সি পোর্ট এবং ব্লুটুথ 5.0 ও WiFi। স্ক্রিন আনলক করার জন্য মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 10,000 টাকা বা তার কম যাদের বাজেট তাদের জন্য এই ফোন ভালো বিকল্প হতে পারে।