জুমবাংলা ডেস্ক : স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কাস্টমস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজে কী কী পণ্য এসেছে।
শনিবার (১৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ১৩ নভেম্বর করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রামে পৌঁছায় এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামের জাহাজটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি পণ্য খালাস শেষে পরদিনই বন্দর ত্যাগ করেছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটি ৩৭০টি কন্টেইনার নিয়ে এসেছে। তবে এসব কন্টেইনারের মধ্যে কী আছে, তা কাস্টমস বিভাগের মাধ্যমে জানা গেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. সাইদুর রহমান জানান, জাহাজের কন্টেইনারগুলোর মোট ওজন ছয় হাজার ৩৩৭ টন। এর মধ্যে ফ্রেবিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট ও ডলোমাইট রয়েছে।
এছাড়া ১১৫টি কন্টেইনারে সোডা অ্যাশ এবং ৪৬টি কন্টেইনারে ডলোমাইট পাওয়া গেছে। অন্যদিকে ৪২টি কন্টেইনারে পেঁয়াজ ও ১৪টি কন্টেইনারে আলু রয়েছে।
কাস্টমস বিভাগ জানায়, বেশিরভাগ কন্টেইনারে টেক্সটাইল ও কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং এবং কাপড়ের কাঁচামাল রয়েছে। এসব পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানিকৃত, যার মধ্যে রয়েছে আজিক গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন এবং এমআর ট্রেডিং।
কাস্টমস উপকমিশনার আরও জানান, সব কন্টেইনার করাচি থেকে আসেনি। ২৯৭টি কন্টেইনার পাকিস্তান থেকে এবং বাকিগুলো দুবাই থেকে এসেছে। দুবাই থেকে আসা কন্টেইনারগুলোতে খেজুর, মার্বেল ব্লক, কপার ওয়্যার, জিপসাম এবং লোহার টুকরো রয়েছে। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।