অন্যরকম খবর ডেস্ক : পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে বেশ কিছু বাড়িঘর। চারিদিক রুক্ষ। পাহাড়ের লালচে পরিবেশে গাছপালা যে খুব একটা আছে তেমনও নয়। বরং নেড়া পাহাড় বলতে যা বোঝায়, ঠিক যেন তাই। সেখানেই ক্যামেরা নিয়ে ছবি তুলছিলেন এক ব্যক্তি।
তারই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে ঘুরে বেড়াচ্ছে একটি প্রাণী। কিন্তু কিছুতেই প্রাণীটিকে যেন চেনাই যাচ্ছে না। শত চেষ্টাতেও বোঝার উপায় নেই, প্রাণীটি ঠিক কী! সেই কারণেই সেই প্রাণীর ছবি তুলে ফেলেন ওই ফটোগ্রাফার। তারপর সেই ছবি ইউটিউবে প্রকাশ করেন।
প্রাণিটি চার পেয়ে। গায়ের রং কালো। কিন্তু প্রাণীটি বিড়াল নাকি জাগুয়ার, তা বোঝা অত্যন্ত মুশকিল। প্রাণীটি কী, তা জানার জন্য সেই ছবি বন দফতরের কাছেও পৌঁছে। সকলেই ভেবেছিলেন, বন দফতরের কর্মীদের অভিজ্ঞ চোখে ঠিকই বোঝা যাবে, প্রাণীটি আসলে কী। কিন্তু অদ্ভুত বিষয় হল, বন দফতরও চিনে উঠতে পারেনি প্রাণীটিকে। সূত্র : নিউজ১৮।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।