দক্ষিণী চার সুন্দরীর কার শিক্ষাগত যোগ্যতা কেমন?

দক্ষিণী চার সুন্দরী

বিনোদন ডেস্ক : আকাশ সংস্কৃতি আর ইন্টারনেট দুনিয়ার কল্যাণে ভারতের দক্ষিণী চলচ্চিত্র সবখানেই ছড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারতের চলচ্চিত্রের এই অংশের শিল্পীদের রূপ ও প্রতিভার কথাও আর সুপ্ত থাকছেন না। উপমহাদেশব্যাপী ভক্তদের আগ্রহ বাড়ছে তাদের প্রিয় নায়ক-নায়িকাদের প্রতি।
দক্ষিণী চার সুন্দরী
যখন শোনা যাচ্ছে বলিউডের আলিয়া ভাট মাত্র দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন তখন আমরা জানাতে চাইছি দক্ষিণী চলচ্চিত্রে দাপট দেখিয়ে বেড়ানো এ সময়ের চার অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। আসুন জেনে নিই।

রাশমিকা মান্দানা

রাশমিকা অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর তাঁর উন্নতির মাত্রা আকাশচুম্বী। খুব শিগগিরই তিনি বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। শিক্ষাগত দিক দিয়ে রাশমিকা মান্দানা সাইকোলজি, জার্নালিজমে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন এবং ইংরেজি সাহিত্যে স্নাতোত্তর করেছেন।

সামান্থা রুথ প্রভু

তিনি মূলত তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী। রূপ এবং শরীরী সৌন্দর্যে শুধু দক্ষিণ নয়, গোটা উপমহাদেশকে মাতিয়ে রেখেছেন। উচ্চ মাধ্যমিক পাস করেছেন হলি অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এবং চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন।

সাঁই পল্লবী

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী হলেন সাঁই পল্লবী। এখনো পর্যন্ত তিনিই এমন একজন অভিনেত্রী, যিনি কিনা বিনা মেক-আপে ছবিতে অভিনয় করেন। অভিনয়শিল্পী হলেও তিনি একজন ডাক্তার। যদিও চিকিৎস হিসেবে নিবন্ধন করেননি। সাঁই পল্লবী এমবিবিএস করেছেন জর্জিয়ার তিবিলিসি স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। তাঁকে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সেরা শিক্ষিত অভিনেত্রী বলা যায়।

নয়নতারা

নয়নতারা মূলত তামিল অভিনেত্রী। তবে খুব শিগগিরই বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন। শাহরুখের হাত ধরে বলিউডে তাঁর যাত্রা শুরু হচ্ছে। শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’-এ বলিউড বাদশাহর বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। থ্রিভুল্লার মারথোমা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন নয়নতারা।

‘এ দিল আশিকানা’র সেই নায়িকাকে এখন চেনাই যাচ্ছেনা