শীর্ষ তালিকায় থাকা বিজয়ের ‘লিও’ ১০ দিনে আয় কত?

বিজয়ের ‌লিও

বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের ‌‘লিও’ মুক্তির ১০ম দিন আজ। গত ১৯ অক্টোবর বিশ্বব্যাপি ৫ হাজার ৬০০ হলে মুক্তি পেয়েছিল এটি। প্রথম দিনে তামিল কোনো সিনেমা হিসেবে আন্তর্জাতিক বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করে সর্বকালের সেরা ওপেনিং রেকর্ড গড়ে নেয় ছবিটি। তবে এরপরই মন্থর হয়ে পড়ে গতি! মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিলেন দ্রুতই বক্স অফিসে সিনেমাটি পৌঁছে যাবে ৫০০ কোটির ক্লাবে। তবে বাস্তবে সেই প্রতিফলন আর ঘটেনি।

বিজয়ের ‌লিও

শুক্রবার (২৭ অক্টোবর) বক্স অফিসে সবচেয়ে কম আয় করে সিনেমাটি। কিন্তু গতকাল শনিবার আবারও কিছুটা আয় বেড়েছে। আজ মুক্তির ১০ম দিন পার করছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই ছবি। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, এরইমধ্যে সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ‘লিও’। আর বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ৫৯৩ কোটি ৪৫ লাখের বেশি)। এমনকি রজনীকান্তের ‘২.০’-এর পর যুক্তরাজ্য ও ভারতে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবেও রেকর্ড করেছে।

আইএমডিবি’র মতে, তামিল সিনেমার শীর্ষ আয়ের তালিকায় চার নম্বরে ‘লিও’। শীর্ষ অবস্থানে ‘২.০’. দ্বিতীয় ‘জেলার’ ও তৃতীয় ‘পন্নিয়িন সেলভান: পার্ট ১’।

প্রসঙ্গত, পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। চলতি বছরের জানুয়ারিতে তামিলনাড়ুর চেন্নাইয়ে শুরু হয়েছিল এর দৃশ্যধারণ। তবে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে।

কঙ্গনার ‘তেজস’ সিনেমার প্রথম দিনের আয় কত

‘লিও’ ছবিতে থালাপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। ২৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি।