টি-টোয়েন্টিতে কোন দেশের সঙ্গে বাংলাদেশের কতটি হার

t20

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টির ধরন একটু আলাদা। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারানোর সামর্থ্য রাখে। যা এই সংস্করণের সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু পরপর দুই ম্যাচে কোনো দল যখন জিতে যায় তখন সেটিকে অঘটন বা অপ্রত্যাশিত বলা কঠিন। অবশ্য এই সংস্করণে বাংলাদেশের যে হতশ্রী অবস্থা তাতে করে যুক্তরাষ্ট্রের দুই জয়ের একটিকেও অঘটন বলা হবে অন্যায্য।

t20

টেক্সাসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেট। একই ভেন্যুতে বৃহস্পতিবার রাতের হার ৬ রানে। এই ম্যাচে অবশ্য টাইগাররা সহজ জয়ের পথেই ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচটা হেরে বসে নাজমুল হোসেন শান্তর দল। আর তাতেই দুঃস্বপ্নের একটা মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দল হিসেবে ১০০ ম্যাচে হারের রেকর্ড গড়ল টাইগাররা।

অবশ্য ‘ছোট’ দলের বিপক্ষে বাংলাদেশের হার নতুন কিছু নয়। হরহামেশাই পা হড়কাতে দেখা যায় টাইগারদের। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এই যেমন বছর দুয়েক আগে স্কটল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে হারের যন্ত্রণা ভোগ করতে হয়েছে দলকে। এ ছাড়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আফগানিস্তানের কাছেও হেরেছে দল। শেষ দলটি তো সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগাররা সবচেয়ে বেশি হেরেছে পাকিস্তানের কাছে। ১৯ ম্যাচের ১৬টিতেই হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ ম্যাচে হার ১৫টিতে। এ ছাড়া ভারতের কাছে ১২টি ও শ্রীলঙ্কার বিপক্ষে ১১টি হারের নজির আছে বাংলাদেশের। এতসব নেতিবাচক তথ্যের মধ্যে স্বস্তির একটা খবর আছে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের কেবল একটিতে হেরেছে বাংলাদেশ। টাইগারদের জয় তিনটিতে।

এই সংস্করণে এ পর্যন্ত ২১টি দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদের মধ্যে ১৫ দলের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে টাইগাররা। কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত অপরাজিত আছে দল। প্রথম তিনটি দলের সঙ্গে অবশ্য একটির বেশি ম্যাচ খেলেনি টাইগাররা। এই ফরমেটে বাংলাদেশের ‘প্রিয়’ প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ২৫ ম্যাচের ১৭টিতেই আফ্রিকান দলটির বিরুদ্ধে জিতেছে তারা। সবমিলিয়ে এই সংস্করণে ১৬৮ ম্যাচে বাংলাদেশের মোট জয় আছে ৬৪টি। হার ১০০টি। এ ছাড়া ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ:

ম্যাচ: ১৬৮

হার: ১০০

জয়: ৬৪

টাই: ০

পরিত্যক্ত: ৪

কার সঙ্গে কয়টি হার:

আফগানিস্তান: ৬

অস্ট্রেলিয়া: ৬

ইংল্যান্ড: ১

হংকং: ১

ভারত: ১২

আয়ারল্যান্ড: ২

নেদারল্যান্ডস: ১

নিউজিল্যান্ড: ১৫

পাকিস্তান: ১৬

স্কটল্যান্ড: ২

দক্ষিণ আফ্রিকা: ৮

২টি কম্পিউটার ভাড়া নিয়ে ব্যবসা শুরু, আজ ১০০ কোটি টাকার মালিক এই মেয়ে

শ্রীলঙ্কা: ১১

জিম্বাবুয়ে: ৮

ওয়েস্ট ইন্ডিজ: ৯

যুক্তরাষ্ট্র: ২