বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরবাইকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিউবিক ক্যাপাসিটি অফ ইঞ্জিন। আমরা অনেকেই বাইক কিংবা স্কুটার ব্যবহার করার সময় এই সিসি কথাটি ব্যবহার করি। খুব একটা গভীরে গিয়ে না ভাবলেও এই শব্দতেই রয়েছে লুকিয়ে রয়েছে অনেক তথ্য।
আপনিও যদি একজন বাইক চালক হোন তাহলে এই শব্দের অর্থ অবশ্যই জেনে রাখুন। ভারতে কমিউটার মোটরসাইকেলের চল সবথেকে বেশি হলেও স্পোর্টস বাইক, টুরার বাইকের সংখ্যাও খুব একটা কম নয়। এই বাইকগুলিতেই সাধারণত সবচেয়ে বেশি ক্যাপাসিটি ইঞ্জিন ব্যবহার করা হয়।
সিসি কথার অর্থ?
ইঞ্জিনের যে শক্তি উৎপাদন বা পাওয়া আউটপুট তাকেই বলে কিউবিক ক্যাপাসিটি। যেই বাইকে সিসি বেশি হবে সেই বাইক তত বেশি বাতাস এবং জ্বালানির মিশ্রণ নিতে পারবে। যার ফলে শক্তি উৎপাদনও অনেক বেড়ে যায়। তাই বেশিরভাগ স্পোর্টস বাইক বা টুরার বাইকে (যাদের ওজন বেশি হয় এবং একাধিক সরঞ্জাম থাকে) সেখানে উচ্চ সিসির ইঞ্জিন রাখা হয়।
তুলনায়, কমিউটার মোটরসাইকেল যেগুলি প্রতিদিন সীমিত দূরত্বের জন্য ব্যবহার হয় সেখানে কম সিসি রাখা হয়। তাছাড়া এই বাইকগুলির ওজনও অনেক কম হয় এবং যন্ত্রপাতির জটিলতাও অনেক কম থাকে যার ফলে ক্যাপাসিটি বেশি রাখার প্রয়োজন পড়ে না।
ভারতে সবথেকে বেশি কত সিসির বাইক চালানো যায়?
মোটর ভেহিকেল আইন অনুযায়ী বাইকের ইঞ্জিন ক্যাপাসিটির ক্ষেত্রে সর্বোচ্চ কোনো লিমিট নেই। তবে দূষণ সংক্রান্ত নিয়ম মেনে চলার ক্ষেত্রে একাধিক নির্দেশিকা রয়েছে। যা বিভিন্ন রাজ্য অনুযায়ী আলাদা হতে পারে। সে ক্ষেত্রে 500 সিসি বা তার বেশি ইঞ্জিনের বাইক থেকে নির্গত দূষণের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই বাইক অবৈধ ঘোষণা করতে পারে প্রশাসন।
তবে নির্দিষ্ট ভাবে ভারতে সর্বোচ্চ সিসি বাইক চালানোর কোনও লিমিট বেঁধে দেওয়া হয়নি। বহু বিদেশী সংস্থা ভারতে 500, 650 কিংবা তার বেশি ইঞ্জিনেরও বাইক বিক্রি করে। যেহেতু এ দেশে কমিউটার মোটরসাইকেলের (50 থেকে 150 সিসি) উৎপাদন বেশি হয় তাই এই ধরণের উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক তুলনায় কম দেখা যায়।
ভারতে কিছু উচ্চ সিসির মোটরসাইকেল
দেশে বিক্রি হয় এমন কিছু উচ্চ সিসির মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম BMW S 1000 RR, Kawasaki Ninja H2, Kawasaki Ninja ZX 10R, Ducati Panigale, Royal Enfield Continental, Honda CBR650R ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।