জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকায় ৩ শতাংশ গাছ রয়েছে। যদিও এটি ৭ শতাংশ থাকার কথা বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রনালয় অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। শুক্রবার (৯ জুন) শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় ভার্চুয়াল আয়োজন যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
আয়োজন সূত্রে জানা গেছে, আরও অংশ নিয়েছিলেন সরকারি বার্তা সংস্থা বাসস এর সিনিয়র সাংবাদিক জেসমিন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটি’র পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক কামরুজ্জামান।
এক শিক্ষার্থী বাসসের সিনিয়র সাংবাদিক জেসমিনের কাছে প্রশ্ন করেন কত শিশু জলবায়ু পরিবর্তন সমস্যায় ভুগছে? জবাবে জেসমিন বলেন, ইউনিসেফ তথ্য অনুযায়ী এই সংখ্যা ১ কোটি ৯০ লাখের মতো ।
আয়োজনে যুক্ত হয়ে বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল অতিরিক্ত সচিব সঞ্জয় ভৌমিক কাছে ঢাকার মেয়রদের গাছ কাটায় পরিবেশ মন্ত্রণালয় নিরবতা নিয়ে প্রশ্ন করলেও বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের তিনটি করে গাছ লাগাতে ও পরিবেশ বিপর্যয় এড়াতে একসঙ্গে কাজ করে যেতে অনুরোধ জানান।
চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।