বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : একটি স্মার্টফোন শনাক্ত করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আইএমইআই নম্বর। আইএমইআই নম্বরের পূর্ণরূপ হল ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি’।
বিশ্বের যে সব শীর্ষ মোবাইল কোম্পানি ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন’ (জিএসএম) ব্যবহার করে, তারা কয়েক সেকেন্ডের মধ্য হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পাওয়ার জন্য আইএমইআই নম্বরের ওপরে নির্ভর করে।
কেবল কোম্পানিই নয়, আমাদেরও নিজের মোবাইল ফোনটির আইএমইআই নম্বর জানা উচিৎ।
কিন্তু কেন?
উত্তর হচ্ছে, আইএমইআই নম্বর অনেক দরকারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।
ফোনের আইএমইআই নম্বর জানলে সেটি নির্দিষ্ট নানান পরিস্থিতিতে কাজে আসে। আইএমইআই নম্বরগুলি প্রতিটি ফোনের জন্যই আলাদা থাকার নিয়ম রয়েছে।
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে স্থানীয় মোবাইল পরিষেবা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আইএমইআই নম্বরের মাধ্যমে ডিভাইসটি অকেজো করতে বা ব্লকলিস্টেড করে ফেলতে পারেন বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ। ফলে, ওই মোবাইল ডিভাইসে নির্দিষ্ট অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না।
স্থানীয় কর্তৃপক্ষও চুরি হওয়া ডিভাইস শনাক্ত করার জন্য এ নম্বরটি ব্যবহার করে থাকে। উদাহরণ হিসাবে, মোবাইল চুরি হওয়ার পরে থানায় জিডি করার ক্ষেত্রে বিশেষ কাজে আসে ফোনের আইএমইআই নম্বর।
পাশাপাশি, মোবাইল ফোনের ওয়ারেন্টি দাবি করার সময়েও মোবাইল নির্মাতা কোম্পানি আইএমইআই নম্বর দেখেই সেটি দিয়ে থাকে। এ ছাড়া, একটি ফোন আনঅফিশিয়াল নাকি অফিশিয়াল সেটি বোঝার জন্যও আইএমইআই নম্বর বিশেষ দরকারি জিনিস।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুঁজে পাবেন স্মার্টফোনের আইএমইআই নম্বর।
ফোনের ডায়লার অ্যাপ থেকে
ফোনের ডায়লার বা কল করার অ্যাপ থেকেই আইএমইআই নম্বর খুঁজে পাওয়া যাবে। এটিই আইএমইআই নম্বর শনাক্ত করার সবচেয়ে সহজ ও সর্বজনীন উপায়।
১. মোবাইলের ফোন অ্যাপটি চালু করে ডায়লারে যান।
২. এবার *#০৬# লিখে কল বাটনে ট্যাপ করুন।
এখান থেকেই ফোনের আইএমইআই নম্বরটি খুঁজে পাওয়া যাবে। পদ্ধতিটি আইফোন, অ্যান্ড্রয়েড ও অন্যান্য ফিচার ফোনেও কাজ করে বলে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিশ।
এ ছাড়া, ডিভাইসের সেটিংস অ্যাপ থেকেও খুঁজে নেওয়া যাবে এ বিশেষ নম্বরটি।
অ্যান্ড্রয়েডে
১. সেটিংস অ্যাপটি চালু করুন।
২. ‘অ্যাবাউট ফোন’ অপশনে ট্যাপ করুন।
৩. এবারে ‘আইএমইআই’ অপশনে ট্যাপ করেই নির্দিষ্ট ১৫ সংখ্যার নম্বরটি দেখে নেওয়া যাবে।
আইফোনে
১. সেটিংস অ্যাপটি চালু করুন। ‘জেনারেল’ অপশনটি খুঁজে বের করুন।
২. এবারে ‘অ্যাবাউট’ অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে নিজের ‘আইএমইআই নম্বরটি খুঁজে নিন।
পাকিস্তানি বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করতো ‘সানভীস বাই তনি’
এ ছাড়া, ফোনের পেছনের অনেক সময় আইএমইআই নম্বর থাকে। তবে, বেশিরভাগ মোবাইল কোম্পানি পরিষ্কার নকশার জন্য নম্বরটি সিম ট্রেতে খোদাই করে লিখে দেয়। তাই সিম ট্রেটি খুলে দেখে নিতে পারেন সেখানে নম্বরটি লেখা আছে কিনা।
ফোনের বাক্সেও আইএমইআই নম্বর থাকে। আসল প্যাকেটের পাশে আইএমইআই এবং অন্যান্য তথ্যসহ একটি স্টিকার লাগানো থাকে। সেখান থেকেও দেখে নিতে পারেন ফোনের আইএমইআই নম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।