বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেতাদের অনেকের পারিশ্রমিক ১০০ কোটি রুপি। পারিশ্রমিকের বাইরে কেউ কেউ নেন সিনেমার লভ্যাংশের অংশও। শুধু যে তারকার জনপ্রিয়তা দিয়ে সিনেমা হিট হয় তা কিন্তু নয়। সিনেমা হিট করতে পরিচালকের ও বড় ভূমিকা থাকে। ক্যামেরার পেছনে থাকে বলে তাদের নিয়ে তেমন বেশি আলোচনা হয় না। কিন্তু সিনেমায় তাদের ভূমিকা অনস্বীকার্য। এজন্য তারা কত পারিশ্রমিক পান?
রাজকুমার হিরানি
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে একটি সিনেমার জন্য ৭০ থেকে ৮০ কোটি রুপি নেন রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’র মতো হিট ছবি রয়েছে পরিচালক রাজকুমার হিরানির ক্যারিয়ারে। এবার শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করছেন ‘ডাঙ্কি’।
সিদ্ধার্থ আনন্দ
চলতি বছরের বলিউডে হিট সিনেমা উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ এর এই পরিচালক প্রতি সিনেমার জন্য এই পরিচালক নেন ৭৫ থেকে ৮০ কোটি রুপি। সামনে ‘ফাইটার’ সিনেমা নিয়ে আসছেন এই পরিচালক।
সঞ্জয় লীলা বানসালি
এই পরিচালক সিনেমা প্রতি ৫০ থেকে ৫৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো একাধিক হিট সিনেমা পরিচালনা করেছেন সঞ্জয়।
রোহিত শেট্টি
বলিউডের এই পরিচালকের হাত ধরেই ভারতে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ‘সিংহাম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো একাধিক হিট হিন্দি সিনেমা পরিচালনা করেছেন তিনি। সিনেমা প্রতি এই পরিচালক নেন ১৮ থেকে ২৫ কোটি রুপি।
অ্যাটলি কুমার
দক্ষিণের এই জনপ্রিয় পরিচালক এবার নির্মাণ করেছেন বলিউডের সিনেমা। প্রথম সিনেমাকেই বাজিমাত। ভারতজুড়ে অব্যাহত আছে ‘জাওয়ান’ ঝড়। ৫২ কোটি পারিশ্রমিকে দক্ষিণি সিনেমা নির্মাণ করলেও ‘জাওয়ান’ এর জন্য পারিশ্রমিক কমিয়েছেন তিনি। মাত্র ৩০ কোটি রুপি নিয়েছেন এই পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।