আন্তর্জাতিক ডেস্ক : দেশের সবথেকে ধনী ব্যক্তি তো বটেই, বিশ্বেরও সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম ১০ জনের তালিকাতে থাকে মুকেশ অম্বানীর নাম। ব্রিটেনের বাকিংহ্যাম প্যালেস সবথেকে দামী বাসভবন। তারপরেই রয়েছে মুকেশ অম্বানীর বাড়ি অ্যান্টিলিয়া। মুকেশ অম্বানী বা তাঁর পরিবারের সম্পত্তির কথা কমবেশি সকলেই জানেন। কিন্তু তাঁর গাড়ির চালক কত টাকা বেতন পান জানেন? সেটাও দেশের আইপিএস-আইএএস অফিসারদের থেকেও বেশি!
মুকেশ অম্বানীর গাড়ির চালক যারা হন, তারা মাসিক ২ লক্ষ টাকা করে বেতন পান। এই তথ্য আজকের নয়, ২০১৭ সালের। একটি ইউটিউব চ্যানেলেই দাবি করা হয়েছিল যে মুকেশ অম্বানীর গাড়ির চালকরা মাসিক ২ লক্ষ টাকা করে বেতন পান। এর পাশাপাশি তাদের স্বাস্থ্য বিমা থেকে শুরু করে যাবতীয় পরিষেবাও দেওয়া হয়।
এই বেতন দেশের আইপিএস-আইএএস অফিসারদের থেকেও বেশি। ভারতে আইএএস অফিসারদের শুরুতেই বেতন ১ লক্ষ টাকা দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই এই কয়েক বছরে মুকেশ অম্বানীর গাড়ির চালকের বেতনও আরও বৃদ্ধি পেয়েছে। তবে সেই অঙ্কটা ঠিক কত, তা জানা যায়নি।
তবে অম্বানীর গাড়ির চালক হওয়া এত সহজ নয়। তাদের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা আবার সাত ধাপে হয়। মুকেশ অম্বানীর গাড়ির চালকদের বুলেট প্রুফ গাড়ি চালাতে জানতে হয়, কারণ গোটা অম্বানী পরিবারই বুলেট প্রুফ গাড়িতে যাতায়াত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।