বিনোদন ডেস্ক : ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে দক্ষিণের স্বপ্নের নায়িকা রাশমিকা মান্দানা অনেকটা এগিয়ে। জাতীয় ক্রাশে পরিণত হওয়া এ অভিনেত্রী ‘পুষ্পা ১’ আর ‘সীতারামাম’–এর মতো সুপারহিট মুভির পর এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তাঁর নতুন ছবি দিয়ে।
সম্প্রতি বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবির টিজার আর মুক্তিপ্রাপ্ত পোস্টার, দৃশ্যে তাঁকে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। আর সব ছাপিয়ে রাশমিকার প্রাকৃতিক সৌন্দর্য আর আবেদনময়ী রূপের প্রশংসা চলছে চারদিকে। আর এই সৌন্দর্যের রহস্য কী, সে কথার উত্তর বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া নানা তথ্য থেকে জানা যায় রাশমিকার বয়ানেই।
রাশমিকার একটি বাজিমাত করা দৈনন্দিন মেকআপ হ্যাক আছে। আবার তিনি খুব নিয়মিত ব্যবহার করেন, এমন কিছু সৌন্দর্য উপকরণ রয়েছে, যা বাড়িতে সব সময় থাকে। আর রাশমিকার পেলব ত্বকের সুরক্ষায় ঢাল হয়ে থাকে নিয়মিত ব্যবহৃত সানস্ক্রিন।
রাশমিকা এ–ও বলেন যে চুল ও ত্বকের যত্নে তিনি প্রচুর সবুজ শাকসবজি সহযোগে পুষ্টিকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন। আবার প্রতি রাতে ডবল ক্লিনজিং করে ঘুমাতে যান রাশমিকা। প্রচুর পানি পান করেন। মা–নানিদের সনাতনী কায়দায় তেল গরম করে মাথায় ম্যাসাজ করার পক্ষপাতী তিনি।
মেকআপ, হেয়ার কালার ইত্যাদির জন্য তিনি অ্যালার্জি নির্ণয়ের প্যাচ টেস্টে বিশ্বাসী। আবার ফাউন্ডেশন বা কনসিলারের রং নির্বাচন করতে তিনি চেহারায় বা গলায় পরখ করে দেখেন তা, হাতে নয়।
আর এ জন্যই রাশমিকার লুক এত ন্যাচারাল হয়। লম্বা সময় ধরে মেকআপ করতে করতে তিনি কে পপ গান শুনতে ভালোবাসেন।
আরেক জায়গায় ভিন্ন একটি সাক্ষাৎকারে রাশমিকা জানান, তিনি বারবার মুখ ধোন না। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়। অতিরিক্ত এক্সফোলিয়েশনও এড়িয়ে চলেন রাশমিকা। তবে ভিটামিন সি সিরাম তাঁর বিউটি রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।