বিনোদন ডেস্ক : ২০১১ সালে আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও সালে ‘ধোবি ঘাট’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন বলিউডে। দীর্ঘ ১৩ বছর পর ‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে রুপালি পর্দায় ফিরেছেন কিরণ। আর ফিরেই হইচই ফেলে দিয়েছেন এই নির্মাতা।
নির্মল প্রদেশ নামে এক প্রত্যন্ত গ্রাম থেকে ‘লাপাতা লেডিস’ সিনেমার কাহিনির শুরু। সিনেমাটির মূল চরিত্র তিনটি। চরিত্রগুলো হলো ফুল কুমারী, দীপক কুমার ও জয়া। এ তিনটি চরিত্র যথাক্রমে রূপায়ণ করেছেন নীতাংশি গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব ও প্রতিভা রাংটা। এরই মধ্যে গুঞ্জন চাউর হয়েছে, স্পর্শ শ্রীবাস্তব ও প্রতিভা রাংটা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যেটা বরাবরই হয়, এমনই হয়েছে। এ দুজনের প্রেমের খবর এখন বলিউড মহলে ঘুরছে।
তবে গুঞ্জন শুধুই গুঞ্জন থাকেনি। এর উত্তর অবশেষে পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের এক প্রশ্নোত্তরপর্বে একসঙ্গে অংশ নেন স্পর্শ শ্রীবাস্তব ও প্রতিভা রাংটা। এ সময় এক ভক্ত জানতে চান, বাস্তব জীবনেও কি আপনারা প্রেম করছেন? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিভা বলেন, ‘আমরা? অবশ্যই না।’
এ সময় স্পর্শ শ্রীবাস্তবের কানে গোঁজা ছিল একটি ফুল। তাৎক্ষণিকভাবে তা প্রতিভাকে দিয়ে বলেন, ‘একটি ছেলে ও একটি মেয়ে বন্ধুও হতে পারে।’ স্পর্শ শ্রীবাস্তবের কথার সঙ্গে সুর মিলিয়ে প্রতিভা বলেন, ‘আমরা কেবলই বন্ধু।’
জানা যায়, ২০০০ সালের ১৭ ডিসেম্বর ভারতের হিমাচল প্রদেশের সিমলায় জন্মগ্রহণ করেন প্রতিভা রাংটা। কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন। পরবর্তী সময়ে মুম্বাইয়ের উষা প্রবীণ গান্ধি কলেজ অব ম্যানেজমেন্ট থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
আইএমডিবির তথ্য অনুসারে, সিমলাতে থিয়েটার আর্টিস্ট ও নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রতিভা। পরবর্তী সময়ে মডেলিং এবং অভিনয়ের জন্য মুম্বাই পাড়ি জমান। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস মুম্বাই ২০১৮’ বিজয়ী হন প্রতিভা। ২০২০ সালে জিটিভিতে প্রচারিত ‘কুরবান হুয়া’ সিরিজে অভিনয় করেন। ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয়ের আগে ‘আধা ইশক’ সিরিজেও অভিনয় করেন এই অভিনেত্রী।
তবে বলাই বাহুল্য, লাপাত্তা লেডিস মুক্তির পর জয়া অর্থাৎ প্রতিভা রাংটা আলোর কেন্দ্রে এসে পড়েন। বলিউড মহলে এখন এই অভিনেত্রীকে নিয়ে নানাভাবেই চর্চা হচ্ছে। এসব যে কোনো নেতিবাচক তা নয়, ইতিবাচক অর্থে। আগামীতে বেশ কিছু নতুন চলচ্চিত্রে প্রতিভাকে দেখা যাবে এটা নিশ্চিত করেই বলা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।