স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েকদিন। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপ দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। যা নিয়ে বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে ভালো করার ব্যাপারে বাংলাদেশ দলকে নিয়ে বেশ আশাবাদী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (১ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফি। সেখানে বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে কথা বলেছেন তিনি।
বিশ্বকাপ দলে ডাক পাওয়া তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে মাশরাফি বলেন, ‘তানজিদ তামিম শট খেলতে অনেক পছন্দ করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে দলে রেখেছে। যতগুলো ওপেনার আছে তাদের মধ্য থেকে এই কারণেই তামিমকে চয়েজ করেছে। লিটন-তামিমকে নিয়ে একটা কথাই বলবো। ৯টা ম্যাচেই যে তাদের ভালো শুরু করতে হবে বা খেলতে হবে ব্যাপারটা এমন নয়। তারা যদি ৪-৫টা ম্যাচেও সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে।’
সেইসঙ্গে আরেক ওপেনার লিটন দাস প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে আমার কাছে মনে হয় সে এমন একজন ক্রিকেটার যে খেলা অনেক দূর এগিয়ে নিয়ে আসতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।