স্পোর্টস ডেস্ক : প্রায় একবছর পর আর্জেন্টিনার মাটিতে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে নেমে গোল উৎসব করেন কিংবদন্তি। দুর্দান্ত হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্টে মেসিময় ম্যাচে জিতে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জাদুকরী পারফরম্যান্সের পর অবসর তথা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ৩৭ বর্ষী মহাতারকা।
বুয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ম্যাচ শেষে আটবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে কোনো তারিখ বা সীমা ঠিক করিনি আমি। আপাতত সবকিছু উপভোগ করছি। আগের যেকোনো সময়ের চেয়ে আমি বেশি আবেগময় এবং লোকের ভালোবাসা লুফে নিচ্ছি, কারণ ভালো করেই জানি, আমার শেষকিছু ম্যাচ হতে পারে এগুলো।’
‘এ বয়সে এমন একটি দলের সঙ্গে খেলতে পারা দারুণ আনন্দের। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি। তরুণ ফুটবলারদের সঙ্গে খেলে নিজেকেও বাচ্চা মনে হয় আমার। অনেক সময় হাস্যকর অনেককিছু করে ফেলি। যতক্ষণ পর্যন্ত এরকম অনুভূতি থাকবে এবং দলে অবদান রাখতে পারব, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলে যেতে চাই।’
ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে বিশ্বজয়ী মেসি বলেছেন, ‘মাঠে যেভাবে তারা আমার নাম ধরে চিৎকার করে, আমাকে তা আবেগময় করে তোলে ও খেলতে নতুনভাবে প্রেরণা জোগায়। সমর্থকদের এই বিষয়গুলো দারুণভাবে উপভোগ করি। যে কারণে দেশের মাঠেই খেলতে আমরা ভালোবাসি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।