জুমবাংলা ডেস্ক : এ বছরও তীব্র তাপপ্রবাহের কবলে পড়বে দেশ। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি হলেও অক্টোবর পর্যন্ত গরমের তীব্রতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, এখন বর্ষাকালে বৃষ্টিপাতের ধরনে এসেছে পরিবর্তন। কখনো অল্প সময়ে অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে আবার কখনো অনাবৃষ্টির কারণে দেখা দিচ্ছে খরা। এর পরিপ্রেক্ষিতে অক্টোবর পর্যন্ত গরমের তীব্রতা স্থায়ী হবে বলে গবেষণায় দেখা গেছে।
এ বছর উত্তরাঞ্চলের রাজশাহী, ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর আর দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গাসহ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এসব জেলার কিছু এলাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। আজ ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকায় শুকিয়ে গেছে খাল-বিল ও জলাশয়। ফলে জীববৈচিত্রের পাশাপাশি প্রকৃতির ওপর এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ বছরে বর্ষাকালে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গড়ে ০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস করে। দেশে তাপমাত্রা বৃদ্ধির এ হার সবচেয়ে বেশি রাজশাহী ও সিলেট বিভাগে। তাপমাত্রা বৃদ্ধির এ হার সবচেয়ে কম রংপুর বিভাগে, ০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।